Lok Sabha Polls 24: সমাজবাদী পার্টির সভায় ফের বিশৃঙ্খলা! 'বিজেপি বিরোধী জনস্রোত' - দাবি অখিলেশের

People's Reporter: উত্তরপ্রদেশের আজমগড়ে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ পৌঁছতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সকলেই মঞ্চের উপরে ওঠার চেষ্টা করেন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - অখিলেশ যাদবের এক্স হ্যান্ডেল

উত্তরপ্রদেশে ফের অখিলেশ যাদবের জনসভা ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। পদপিষ্ঠ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রয়াগরাজের পর ফের অখিলেশের সভায় বিশৃঙ্খলার ছবি ধরা পড়লো।

লোকসভা নির্বাচনের প্রচারে অখিলেশ যেখানেই জনসভা করছেন মানুষের ভিড় উপচে পড়ছে। মঞ্চের সামনে থেকেই মানুষের ঢল শুরু হয়ে যাচ্ছে। মঙ্গলবারও সেই একই দৃশ্যের সাক্ষী থাকলো উত্তরপ্রদেশের আজমগড়। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ পৌঁছতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সকলেই মঞ্চের উপরে ওঠার চেষ্টা করেন।

মঞ্চে অখিলেশ যাদব সহ ইন্ডিয়া মঞ্চের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই কর্মী সমর্থকদের শান্ত থাকার বার্তা দিলেও কোনো কাজ হয়নি। বাঁশের ব্যারিকেড, একের পর এক চেয়ার ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়। এই নিয়ে তৃতীয়বার অখিলেশ সভা ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হলো।

বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হলেও অখিলেশ তা বিজেপির পরাজয় হিসেবেই দেখছেন। এক্স হ্যান্ডেলে সন্ত কবির এলাকার জনসভার ছবি দিয়ে তিনি লেখেন, সন্ত কবির নগরে যে জনসমর্থন দেখা গেছে তা প্রমাণ করছে যে বিজেপির বিরুদ্ধে জনগণের ঢেউ আছড়ে পড়ছে। বিজেপির নৌকা ডুবিয়ে দেবে। যে আশা ও ভরসা নিয়ে মানুষ 'ইন্ডিয়া' মঞ্চকে সমর্থন করছে তাকে আমরা সম্মান করবো। ষষ্ঠ দফায় বিজেপিকে সম্পূর্ণভাবে মানুষ বর্জন করবে।

এর আগে রবিবার প্রয়াগরাজে বিশৃঙ্খলার জেরে পণ্ড হয়ে যায় সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের যৌথ সভা। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, সভার মূল দুই বক্তা অখিলেশ যাদব এবং রাহুল গান্ধী বক্তব্য না রেখেই মঞ্চ ছাড়েন। দুই নেতা মঞ্চে ওঠার পরেই এসপি এবং কংগ্রেসের কর্মীসমর্থকেরা সামনে এগিয়ে আসতে থাকেন, অনেকে মঞ্চে ওঠার চেষ্টা করেন। রাহুল এবং অখিলেশ বার বার দলীয় কর্মীদের শান্ত থাকার অনুরোধ জানালেও পরিস্থিতির বদল হয়নি।

প্রতীকী ছবি
Lok Sabha Polls 24: ভোট পরবর্তী হিংসা বিহারে, বিজেপি-আরজেডি সংঘর্ষে বলি ১, আহত বহু
প্রতীকী ছবি
Kangana Ranaut: ‘গো ব্যাক কঙ্গনা’, প্রচারে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে মান্ডির বিজেপি প্রার্থী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in