Lok Sabha Polls 24: লোকসভার আগে এনডিএতে ফিরছেন চন্দ্রবাবু নাইডু?

People's Reporter: জানা গেছে, বৃহস্পতিবার রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক চূড়ান্ত হয়েছে।
চন্দ্রবাবু নাইডু
চন্দ্রবাবু নাইডুফাইল ছবি

লোকসভা ভোটের আগে ফের বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে ফিরতে চলেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রধান এন চন্দ্রবাবু নায়ডু। জানা গেছে, বৃহস্পতিবার রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক চূড়ান্ত হয়েছে।

চব্বিশের লোকসভা ভোটের সময় অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভোট হওয়ার কথা। সেই নির্বাচনে শাসক দল ওয়াইএসআর কংগ্রেসকে হারাতে ফের ছ’বছর পরে এনডিএর সঙ্গে জোট বাধঁতে চলেছেন চন্দ্রবাবু বলেই জানা গেছে।

অন্যদিকে, ওয়াইএসআর কংগ্রেসকে হারাতে ইতিমধ্যেই তেলুগু অভিনেতা-রাজনীতিক পবন কল্যাণের দল জনসেনা পার্টির সঙ্গে জোট করেছে টিডিপি। গত নভেম্বরে তেলঙ্গানার বিধানসভা ভোটে বিজেপিকেই সমর্থন করেছিল জনসেনা। সেক্ষেত্রে তিন দলের আসন সমঝোতা কার্যত পাকা বলেই মনে করা হচ্ছে।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে এনডিএর সঙ্গে জোট ছিল চন্দ্রবাবুর দলের। ভোল বদল ঘটে ২০১৮ সালে। অন্ধ্রপ্রদেশের বিশেষ পদের দাবিতে এনডিএ ছেড়েছিল চন্দ্রবাবুর টিডিপি। এরপর ২০১৯-এর লোকসভা এবং অন্ধ্রপ্রদেশ বিধানসভা ভোটে তারা একাই লড়েছিল টিডিপি। সেই ভোটেই ক্ষমতা হারান চন্দ্রবাবু। বিপুল আসনে জিতে মুখ্যমন্ত্রী হন ওয়াইএসআর কংগ্রেসের জগন্মোহন রেড্ডি। ১৫১টি আসনে জয়লাভ করে ওয়াইএসআর কংগ্রেস। চন্দ্রবাবু নাইডুর টিডিপি অবশ্য ২৩টি আসন দখল করে প্রধান বিরোধী দলের তকমা অর্জনে সফল হয়।

ক্ষমতা হারানোর পর থেকে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে। ৩১৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগে অন্ধ্রপ্রদেশ পুলিশ গ্রেফতারও করে। অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে আপাতত কোণঠাসা চন্দ্রবাবু। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এই পরিস্থিতিতে পুরানো জোটসঙ্গী বিজেপির কাছেই ফিরতে চাইবেন চন্দ্রবাবু।

চন্দ্রবাবু নাইডু
Udhayanidhi Stalin: সনাতন ধর্ম বিতর্কে স্বস্তি উদয়নিধির, হিন্দুত্ববাদীদের আর্জি খারিজ হাইকোর্টে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in