Lok Sabha Polls 24: রাজ্যে পঞ্চম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী আরও বাড়াচ্ছে কমিশন

People's Reporter: পঞ্চম দফায় আগামী ২০ মে ভোট হবে ৭টি আসনে। যার মধ্যে আছে হাওড়া, উলুবেড়িয়া, হুগলী, আরামবাগ, শ্রীরামপুর, বারাকপুর ও বনগাঁ।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীনিজস্ব চিত্র

অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ তিন পর্বে পশ্চিমবঙ্গের জন্য বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর (CAPF) সংখ্যা। নির্বাচন কমিশন সূত্র অনুসারে, চতুর্থ দফার তুলনায় রাজ্যে পঞ্চম দফায় ৩২ শতাংশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। রাজ্যে আগামী ৩ দফায় ভোট হবে যথাক্রমে ২০ মে, ২৫ মে এবং ১ জুন। যদিও এদিন শুধুমাত্র পঞ্চম দফায় বাহিনীর বৃদ্ধি সংক্রান্ত বিষয়েই জানানো হয়েছে।

মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসের সূত্র অনুসারে, গতকাল সোমবার ১৩ মে চতুর্থ দফার ভোটে রাজ্যে মোতায়েন ছিল ৫৭৮ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। যা আগামী ২০ মে ভোটের জন্য বাড়িয়ে করা হচ্ছে ৭৬২ কোম্পানি।

রাজ্যে পঞ্চম দফায় বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও চতুর্থ দফার তুলনায় পঞ্চম দফায় রাজ্যে কম আসনে ভোটগ্রহণ হবে। চতুর্থ দফায় রাজ্যে ভোট হয়েছে ৮টি আসনে। পঞ্চম দফায় আগামী ২০ মে ভোট হবে ৭টি আসনে। যার মধ্যে আছে হাওড়া, উলুবেড়িয়া, হুগলী, আরামবাগ, শ্রীরামপুর, বারাকপুর ও বনগাঁ। যার মধ্যে আছে হাওড়ার ২টি কেন্দ্র, হুগলীর ৩টি কেন্দ্র এবং উত্তর ২৪ পরগনার ২টি কেন্দ্র।

 এই ৭ কেন্দ্রের মধ্যে বিভিন্ন কারণে কমিশনের বিশেষ নজরে আছে বনগাঁ এবং বারাকপুর কেন্দ্র। যার মধ্যে বারাকপুরে অতীতে নির্বাচনী সংঘর্ষের নজির আছে এবং বনগাঁ কেন্দ্রকে গুরুত্ব দেওয়া হচ্ছে এর অবস্থানগত কারণে।

নির্বাচন কমিশনের সূত্র অনুসারে, “রাজ্যে আগামী ৩ দফার নির্বাচনে দফায় দফায় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হবে।”

- With IANS inputs

ছবি প্রতীকী
AAP: নির্বাচনী ইশতেহার প্রকাশ আপের, 'মোদীর গ্যারান্টি'কে পরাস্ত করতে 'কেজরিওয়ালের ১০ গ্যারান্টি'
ছবি প্রতীকী
Lok Sabha Polls 24: শ্রীরামপুরে ইভিএমের ব্যালট ইউনিট চুরির অভিযোগে গ্রেফতার বিজেপির এজেন্ট!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in