

লোকসভার ভোটের আগে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র গৌরব বল্লভ। বৃহস্পতিবার দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কাছে ইস্তফা পত্র পাঠিয়েছেন গৌরব। এক্স হ্যান্ডেলে গৌরব লিখেছেন, “কংগ্রেস দল আজ যে দিশাহীনতার পথে এগিয়ে যাচ্ছে, তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না।“ বিজেপিতে যোগ দিতে পারেন গৌরব, এমনই জল্পনা তুঙ্গে।
বৃহস্পতিবার কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে দলের বিরুদ্ধে হিন্দু-বিরোধীর অভিযোগ তোলেন গৌরব। তিনি লেখেন, “আমি সনাতন ধর্মের বিরোধী স্লোগান তুলতে পারি না। সকাল-সন্ধ্যা দেশের সম্পদ সৃষ্টিকারীদের গালি দিতে পারি না। আমি কংগ্রেস পার্টির সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।“
মল্লিকার্জুনকে পাঠানো নিজের ইস্তফা পত্রে গৌরব জানিয়েছেন, "আমি আবেগপ্রবণ। অনেক কিছু প্রকাশ করতে করতে চাই। তবে আমার নীতি আমাকে এমন কিছু বলতে নিষেধ করে যা অন্যদের ক্ষতি করতে পারে। তবুও, আজ আমি আমার চিন্তাভাবনা উপস্থাপন করছি। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সত্য গোপন করাও একটি অপরাধ।“
এরপরেই তিনি অভিযোগ তোলেন কংগ্রেস দলের মূল নীতি যা ছিল এখন তার বিরুদ্ধে কাজ করা হচ্ছে। কংগ্রেস ভুল পথে যাচ্ছে, একথা উল্লেখ করে গৌরব লেখেন, "আজকাল দলটি ভুল পথে এগোচ্ছে। একদিকে, আমরা বর্ণভিত্তিক আদমশুমারির কথা বলছি, অন্যদিকে, দলটি সমগ্র হিন্দু সমাজের বিরোধিতা করছে বলে মনে হচ্ছে। এই কাজ করার ধরনটি জনগণের মধ্যে বিভ্রান্তিকর বার্তা দেয়। এটি কংগ্রেসের মূল নীতির বিরুদ্ধে।“
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন