By-Elections: ৬ রাজ্যের ৭ আসনের উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ - ইন্ডিয়া বনাম এনডিএ তৎপরতা তুঙ্গে

People's Reporter: পশ্চিমবঙ্গের ধুপগুড়ি ছাড়াও ভোট হচ্ছে উত্তরপ্রদেশের ঘোষি, কেরালার পুথুপল্লী, উত্তরাখণ্ডের বাগেশ্বর, ঝাড়খন্ডের ডুমড়ি এবং ত্রিপুরার ধনপুর ও বক্সানগর কেন্দ্রে।
ধুপগুড়িতে চলছে ভোটগ্রহণ
ধুপগুড়িতে চলছে ভোটগ্রহণনিজস্ব চিত্র

মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে গেছে ৬ রাজ্যের ৭ বিধানসভা আসনের ভোটগ্রহণ। যার মধ্যে আছে এই রাজ্যের জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি আসন। দেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর মঞ্চ ‘ইন্ডিয়া’ গঠিত হবার পর বিজেপি এবং বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের কাছে এই নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ।

পশ্চিমবঙ্গের ধুপগুড়ি ছাড়াও আজ ভোট নেওয়া হচ্ছে উত্তরপ্রদেশের ঘোষি, কেরালার পুথুপল্লী, উত্তরাখণ্ডের বাগেশ্বর, ঝাড়খন্ডের ডুমড়ি এবং ত্রিপুরার ধনপুর ও বক্সানগর কেন্দ্রে। সমস্ত কেন্দ্রেই ভোটগণনা হবে আগামী ৮ সেপ্টেম্বর, শুক্রবার।

মোট ৭টি কেন্দ্রের মধ্যে ত্রিপুরার ধনপুর এবং উত্তরপ্রদেশের ঘোষি ছাড়া বাকি পাঁচ কেন্দ্রেই ভোটগ্রহণ হচ্ছে বিধায়কের মৃত্যুতে আসন খালি হওয়ায়। ধনপুর এবং ঘোষি কেন্দ্রে বর্তমান বিধায়করা ইস্তফা দেওয়ায় এই দুই কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

জলপাইগুড়ির ধুপগুড়ি কেন্দ্র বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে শূন্য হয়। এই কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির তাপসী রায়, তৃণমূলের নির্মল চন্দ্র রায় এবং সিপিআইএম-এর ঈশ্বর চন্দ্র রায়।

উত্তরপ্রদেশের ঘোষি কেন্দ্রে সমাজবাদী পার্টির বিধায়ক দারা সিং চৌহান বিজেপিতে যোগ দেবার পরে বিধায়ক পদে ইস্তফা দেন। এবারের ভোটে ওই কেন্দ্র থেকেই তিনি বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুধাকর সিং। যাকে সমর্থন জানিয়েছে কংগ্রেস।

অন্যদিকে ত্রিপুরার ধনপুর কেন্দ্র থেকে গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি সাংসদ প্রতিমা ভৌমিক। বিধানসভা নির্বাচনে জয়লাভের পর তিনি সাংসদ পদে থেকে যাওয়া মনস্থ করে বিধায়ক পদে ইস্তফা দেন। তাঁর খালি করা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরই ভাই বিন্দু দেবনাথ। এই কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৌশিক চন্দ।

ত্রিপুরার বক্সানগর কেন্দ্রে সিপিআইএম বিধায়ক শামসুল হকের মৃত্যুতে আসন শূন্য হওয়ায় ওই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

উত্তরাখণ্ডের বাগেশ্বর কেন্দ্রের বিজেপি বিধায়ক চন্দন রাম দাসের মৃত্যুতে শূন্য হওয়া আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজবাদী পার্টির ভগবতী প্রসাদ এবং কংগ্রেসের বসন্ত কুমার। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রয়াত বিধায়কের স্ত্রী পার্বতী দেবী।

কংগ্রেসের ওমান চান্ডীর মৃত্যুতে শূন্য হওয়া কেরালার পুথুপল্লী আসনে সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জ্যাক সি টমাস। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রয়াত বিধায়কের পুত্র চান্ডী ওমেন।

ঝাড়খন্ডের ডুমরি আসনে ঝাড়খন্ড মুক্তি মোর্চার বিধায়ক জগন্নাথ মাহাতোর মৃত্যুতে শূন্য হওয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর স্ত্রী বেবী দেবী। এই কেন্দ্রে এনডিএ প্রার্থী যশোদা দেবী এবং মিম প্রার্থী আবদুল রিজভি।   

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in