Vijender Singh: লাগাতার মোদীবিরোধী পোস্ট, ভোটের মুখে হঠাৎই বিজেপিতে যোগ বক্সার বিজেন্দর সিংয়ের

People's Reporter: ২০১৯ সালের লোকসভা ভোটের পূর্বে কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবনে পা রাখেন বিজেন্দ্র। সেই বছর কংগ্রেসের হয়ে দক্ষিণ দিল্লির প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও ব্যর্থ হন।
কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ বিজেন্দ্র সিং
কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ বিজেন্দ্র সিংছবি - সংগৃহীত

লোকসভা ভোটের আগে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিলেন অলিম্পিক্সে প্রথম পদক জয়ী ভারতীয় বক্সার বিজেন্দ্র সিং। বুধবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি। দেশ ও দেশবাসীর ভালোর জন্য এই সিদ্ধান্ত বলে জানান বক্সার।

জানা গেছে, হরিয়ানায় লোকসভা ভোটে কংগ্রেসের প্রার্থী না হতে পেরে দল বদলের সিদ্ধান্ত নিয়েছেন বিজেন্দ্র সিং। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে প্রথম বোঞ্জ জেতেন বক্সার বিজেন্দ্র সিং। এরপর ২০১৯ সালের লোকসভা ভোটের পূর্বে কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবনে পা রাখেন বিজেন্দ্র। সেই বছর কংগ্রেসের হয়ে দক্ষিণ দিল্লির প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও ব্যর্থ হন। বিজেপির রমেশ বিধূরি এবং আম আদমি পার্টি (আপ)-র রাঘব চড্ডার পরে তৃতীয় স্থান পান।

এরপর ২০২০ সালে কৃষক আন্দোলনের সময় সিঙ্ঘু সীমানায় গিয়ে কৃষকদের পাশে দাঁড়ান তিনি। সেই সময় কৃষকদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে ঘোষণা করেছিলেন, নরেন্দ্র মোদী সরকার বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার না করলে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেবেন তিনি।

২০২৩ সালে কুস্তিগীরদের আন্দোলনের সময়ও তাঁদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল বিজেন্দ্রকে। সেসময় তাঁকে বলতে শোনা যায়, ”যখন আমরা পদক জিতে ফিরে ফিরি তখন সাতদিনের মধ্যে প্রধানমন্ত্রী আমাদের বাড়িতে ডেকে চা খাওয়ান, ছবি তোলেন। কিন্তু আজ পদকজয়ীরা প্রতিবাদ করছেন, পদক ফেলে দিতে চাইছেন। কিন্তু প্রধানমন্ত্রী একবারও বলেননি যে পদক ফেলবেন না।” 

রাহুলের 'ভারত জোড়ো যাত্রা'তেও উপস্থিত ছিলেন তিনি। তাই নয়, সম্প্রতি বার বার মোদি সরকারকে খোঁচা দেওয়া রাহুলের পোস্টও তিনি রিটুইট করেছেন। এমনকী, মঙ্গলবারও করেছিলেন। কিন্তু বুধবার আচমকাই দল পালটে ফেললেন তারকা বক্সার।

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ বিজেন্দ্র সিং
Lok Sabha Polls: বাংলার চার নেতাকে বিশেষ নিরাপত্তা কেন্দ্রের, তালিকায় অভিজিৎ-অর্জুন ছাড়া আর কে কে?
কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ বিজেন্দ্র সিং
Lok Sabha Polls 24: বাম আমলের দরাজ প্রশংসা বীরভূমের বিজেপি প্রার্থীর গলায়

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in