নরেন্দ্র মোদী, অমিত শাহ
নরেন্দ্র মোদী, অমিত শাহফাইল চিত্র

BJP: 'ইসবার ৪০০ পার' - এই স্লোগানকে সামনে রেখে লোকসভার জন্য ঝাঁপাবে বিজেপি!

People's Reporter: এই বৈঠক থেকেই ঠিক হয় ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান হতে চলেছে 'তিসরি বার মোদী সরকার, আব কি বার চারশো পার'।
Published on

আগামী লোকসভা নির্বাচনের লক্ষ্যে কোমর বেঁধে নামতে চলেছে বিজেপি। সেই জন্যই দলের শীর্ষনেতৃত্বের সাথে বৈঠকে বসলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

২০২৪ লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন নরেন্দ্র মোদী। এমনটাই দাবি করে আসছেন বিজেপি নেতারা। শুধু তাই নয়, তাঁদের আরও দাবি গতবারের থেকে আরও বেশি পরিমাণ আসন পাবে বিজেপি। সেই লক্ষ্যে কোথাও কোনো ত্রুটি রাখতে নারাজ বিজেপির শীর্ষ নেতৃত্ব। বুধবার অশ্বিনী বৈষ্ণব, হিমন্ত বিশ্বশর্মা, ভূপেন্দ্র যাদব সহ একাধিক হেভিওয়েট নেতার সাথে বৈঠকে বসেন জেপি নাড্ডা।

এই বৈঠক থেকেই ঠিক হয় ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান হতে চলেছে 'তিসরি বার মোদী সরকার, আব কি বার চারশো পার'। গোটা ভারত জুড়ে দলীয় নেতৃত্বকে এই স্লোগানকে সামনে রেখেই প্রচারে নামার বার্তা দেওয়া হয়েছে। এছাড়া দলে মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে স্ক্রিনিং কমিটি গঠন করেছেন নাড্ডা।

প্রতিটি লোকসভার ওপর নজরদারি চালানোর জন্য ক্লাস্টার কমিটি গঠনের কথাও জানিয়েছেন নাড্ডা। 'সুপার ওয়ারিয়র' নামেও বিশেষ পদ তৈরি করা হয়েছে। সাধারণত একটি লোকসভা কেন্দ্রের মধ্যে ছ'টি থেকে সাতটি বিধানসভা কেন্দ্র থাকে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক হিসেবে একজন বিজেপি নেতা থাকবেন। তিনি শীর্ষ নেতৃত্বকে সমস্ত রিপোর্ট দেবেন। তাঁদেরকেই বলা হবে 'সুপার ওয়ারিয়র'।

প্রতি তিনজন 'সুপার ওয়ারিয়র' নিয়ে গঠিত হবে একটি ক্লাস্টার। এই ক্লাস্টারগুলির দায়িত্বে থাকবেন রাজ্যস্তরের এক জন করে নেতা। তিন থেকে চারটি লোকসভা কেন্দ্রের ক্লাস্টারগুলির দায়িত্ব থাকবে সমস্ত বিষয় কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো। এই ক্লাস্টারগুলির অধীনে প্রচারে যাবেন অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডার মতো হেভিওয়েট নেতারা। কোনো মতেই বিরোধীদের এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ গেরুয়া শিবির। যদিও বিরোধী মঞ্চ 'ইন্ডিয়া'কে গুরুত্ব দিতে নারাজ বিজেপির শীর্ষ নেতৃত্ব। আগামী ৬ জানুয়ারি ফের বৈঠকে বসবেন জেপি নাড্ডা। সেই বৈঠক থেকে নতুন কী রণকৌশল তিনি তৈরি করে দেন সেদিকে তাকিয়ে আছেন দলীয় কর্মীরা।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩০৩ টি আসনে জয়ী হয়েছিল। যা ম্যাজিক ফিগারের (২৭২) থেকে অনেক বেশি। এনডিএ জোট পেয়েছিল ৩৫৩ টি আসন। কংগ্রেস জিতেছিল ৫২ টি আসনে এবং ইউপিএ জোট পেয়েছিল ৯১ টি আসন। তবে ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য অবিজেপি দলগুলি একজোট হয়ে 'ইন্ডিয়া' মঞ্চ গঠন করেছে। সেই মঞ্চ কতটা প্রভাব ফেলতে পারবে সেটাই দেখার।

নরেন্দ্র মোদী, অমিত শাহ
Mahua Moitra: মহুয়ার সাংসদ পদ খারিজের ব্যাখা দিতে হবে লোকসভার সচিবালয়কে! নির্দেশ সুপ্রিম কোর্টের
নরেন্দ্র মোদী, অমিত শাহ
Adhir Ranjan Chowdhury: "গলা পর্যন্ত দুর্নীতিতে ডুবে গেছে তৃণমূল, বেরোনোর কোনও পথ নেই" - অধীর চৌধুরী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in