BJP: মোদীর 'সম্পত্তি বিলি' মন্তব্যের সমালোচনা! বহিষ্কৃত বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা

People's Reporter: উসমান বলেন, যেখানেই নির্বাচনের প্রচারে যাচ্ছি, মুসলিম সম্প্রদায়ের কাছে মোদীর করা বক্তব্যের উত্তর দিতে হচ্ছে। অসন্তুষ্ট হয়েছেন তাঁরা।
উসমান ঘনি
উসমান ঘনিছবি - সংগৃহীত

সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে করা মোদীর মন্তব্যের সমালোচনা করতেই বহিষ্কার করা হলো বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা উসমান ঘনি। দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর।

রাজস্থানের বিকানের বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি ছিলেন উসমান ঘনি। নির্বাচনের মধ্যেই তাঁকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে উসমান ঘনি বলেন, রাজস্থানের ২৫টি আসনের মধ্যে ৩-৪টি আসনে হারতে পারে বিজেপি। যার অন্যতম কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর সংখ্যালঘু সম্পর্কে ভাষণ, যা রাজস্থানে বলেছেন তিনি।

উসমান আরও বলেন, যেখানেই নির্বাচনের প্রচারে যাচ্ছি, মুসলিম সম্প্রদায়ের কাছে মোদীর করা বক্তব্যের উত্তর দিতে হচ্ছে। অসন্তুষ্ট হয়েছেন তাঁরা। এমনকি আমিও কিছুটা হতাশ প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে। আমার বিরুদ্ধে দল পদক্ষেপ নিতেই পারে। তাতে আমি ভয় পাই না।

তারপরই বিজেপির তরফ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। রাজস্থান বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান ওঙ্কার সিং লাখাওয়াত বলেন, ঘনির বক্তব্য দলবিরোধী। তাই তাঁকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, রাজস্থানে নির্বাচনী প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন, 'কংগ্রেসের ইশতেহারে বলা হয়েছে যে মা বোনেদের কাছে থাকা সোনার হিসেব করবে কংগ্রেস। তারপর সেই সম্পত্তি ভাগ করে দেওয়া হবে। এই শহুরে নকশালরা মা, বোনেদের মঙ্গলসূত্রও ছাড়বে না। কাদের মধ্যে সেই সম্পত্তি ভাগ করা হবে জানেন? মোনমোহন সিং-র সরকার বলেছিল দেশের সম্পদের ওপর মুসলিমদের প্রথম অধিকার। এর মানে তারা এই সম্পদ বিতরণ করবে যাদের বেশি সন্তান আছে, সেই অনুপ্রবেশকারীদের কাছে।"

মোদীর এই মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস।

উসমান ঘনি
Lok Sabha Polls 24: নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন নির্বাচন কমিশন! প্রশ্ন কংগ্রেসের
উসমান ঘনি
Supreme Court: VVPAT মামলার রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট, ৪ প্রশ্ন নির্বাচন কমিশনকে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in