Dilip Ghosh: ‘টিএমসির পোয়াবারো, যা আসবে ঝেড়ে ফাঁক করে দেবে’, জলপাইগুড়ির ঝড় নিয়ে মন্তব্য দিলীপের

People's Reporter: দিলীপের মত, “ঝড় তো উত্তরবঙ্গে শুরু হচ্ছে। ভোট ওই দিক থেকেই শুরু হচ্ছে। বিজেপির ঝড় শুরু হচ্ছে। তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে।“
দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়
দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ফাইল চিত্র

সোমবারই বেফাঁস মন্তব্যের জন্য নির্বাচন কমিশন সতর্ক করেছেন তাঁকে। তারপর ফের মঙ্গলবার রাজ্যের শাসক দলকে নিশানা বর্ধমান-দূর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ঝড় নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলকে নিশানা করে দিলীপ ঘোষের মন্তব্য, “টিএমসির পোয়াবারো। যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে।“

মঙ্গলবার সকালে বর্ধমান টাউন স্কুলের মাঠে প্রাতঃভ্রমণ সেরে চায়ের আড্ডায় যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে গিয়ে শাসক দলকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, “বন্যা হোক, ঝড় হোক, ওরা এটাই চায়। এতেই ওদের কামাই।“

এখানেই শেষ নয়। ঝড়ের পর তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়েও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য, “সরকারে যাঁরা আছেন, দায়িত্ব তাঁদের। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় এত টাকার ফিরিস্তি শোনান। কিন্তু, মানুষের কাছে (টাকা) পৌঁছয় না। আয়লা, আমপানের (ঘূর্ণিঝড়)-র পর (ত্রাণের) টাকা এল, অথচ গেল তৃণমূলের নেতা এবং আত্মীয়দের পকেটে। যাঁর বাড়ি ভেঙেছে, তিনি কিছু পেলেন না। এ বার যেন তা না হয়।“

চা-আড্ডায় তাঁর পাশে থাকা বেশ কয়েক জন মানুষকে দেখিয়ে দিলীপ আরও দাবি করেছেন, তাঁরা আগে অন্য রাজনৈতিক দলে ছিলেন। কিন্তু তাঁর ‘লড়াই’ দেখে বিজেপিতে এসেছেন। তিনি বলেন, ‘‘তৃণমূলের বিরুদ্ধে তো আমিই লড়াই করেছি। পশ্চিমবঙ্গে কে লড়াই করেছে? সিপিএম, কংগ্রেস ছিল। এখন ‘সেটিং’ বলছে। চিরদিন ওরা ‘সেটিং’ করেছে বলে দোকান উঠে গিয়েছে।"

এর আগে সোমবারও উত্তরবঙ্গের ঝড় নিয়ে রাজনীতির প্রসঙ্গ টেনে দিলীপ বলেছিলেন, “ঝড় তো উত্তরবঙ্গে শুরু হচ্ছে। ভোট ওই দিক থেকেই শুরু হচ্ছে। বিজেপির ঝড় শুরু হচ্ছে। তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে।“

দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়
Lok Sabha Polls: অঙ্ক কী কঠিন! মেদিনীপুরে অগ্নিমিত্রা-জুনের জয়ের পথে কাঁটা বাম-কংগ্রেস!
দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়
Lok Sabha Polls 24: কাকে খুশি করতে 'ইন্ডিয়া' ভেঙে সব কেন্দ্রে প্রার্থী দিলেন? মমতাকে প্রশ্ন অধীরের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in