Lok Sabha Polls 24: কিরণ খেরকে টিকিট দিল না বিজেপি, টিকিট পাননি রীতা বহুগুণা জোশীও
লোকসভা ভোটের জন্য বুধবার দশম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বাংলার আসানসোলে প্রার্থী ঘোষণা করা হয়েছে এই তালিকায়। এছাড়াও তালিকায় আছেন আরও আটজন প্রার্থী। তবে এখনও ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।
আসানসোলে প্রার্থী করা হয়েছে সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। অন্যদিকে, এবার প্রার্থী তালিকায় নাম নেই বলিউড অভিনেতা অনুপম খেরের স্ত্রী তথা অভিনেত্রী কিরণ খেরের। চণ্ডীগড়ের পর পর দু’বারের সাংসদকে বাদ দিয়ে এবার সে কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে পঞ্জাবের প্রয়াত বিজেপি নেতা তথা ছত্তীসগঢ়ের প্রাক্তন রাজ্যপাল বলরামজি দাস টন্ডনের পুত্র সঞ্জয় টন্ডনকে।
বিজেপির একটি সূত্র মারফত জানা গেছে, বর্ষীয়ান অভিনেত্রীর শারীরিক অসুস্থার কারণে এবার তাঁকে ভোটের লড়াই থেকে অব্যাহতি দিয়েছে পদ্ম শিবির।
অনুদিকে, উত্তরপ্রদেশের বালিয়ায় প্রার্থী করা হয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের পুত্র নীরজ শেখরকে। ওই কেন্দ্রে চন্দ্রশেখর ১৯৭৭ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত মোট ৪ বারের সাংসদ ছিলেন। তাঁর মৃত্যুর পর ওই কেন্দ্রে তাঁর ছেলে নীরজ ২০০৭ উপনির্বাচন এবং ২০০৯-এর লোকসভা ভোটে সমাজবাদী পার্টির প্রতীকে জয়ী হন।
কিন্তু ২০১৪ সালে বিজেপির কাছে পরাজিত হন তিনি। এরপর ২০১৯ সালে সমাজবাদী পার্টি ছেড়ে বিজেপিতে যোগদান করেন নীরজ। তারপর তাঁকে রাজ্যসভার সাংসদ করা হয়। এছাড়া উত্তরপ্রদেশের এলাহাবাদে বিদায়ী সাংসদ তথা সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রীতা বহুগুণা জোশীকেও এ বার টিকিট দেয়নি বিজেপি। সেই জায়গায় প্রার্থী করা হয়েছে নীরজ ত্রিপাঠিকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন