Lok Sabha Polls 24: কিরণ খেরকে টিকিট দিল না বিজেপি, টিকিট পাননি রীতা বহুগুণা জোশীও

People's Reporter: আসানসোলে প্রার্থী করা হয়েছে সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। তবে এখনও ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।
প্রকাশিত হল বিজেপির দশম প্রার্থী তালিকা
প্রকাশিত হল বিজেপির দশম প্রার্থী তালিকাছবি সংগৃহীত
Published on

লোকসভা ভোটের জন্য বুধবার দশম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বাংলার আসানসোলে প্রার্থী ঘোষণা করা হয়েছে এই তালিকায়। এছাড়াও তালিকায় আছেন আরও আটজন প্রার্থী। তবে এখনও ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।

আসানসোলে প্রার্থী করা হয়েছে সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। অন্যদিকে, এবার প্রার্থী তালিকায় নাম নেই বলিউড অভিনেতা অনুপম খেরের স্ত্রী তথা অভিনেত্রী কিরণ খেরের। চণ্ডীগড়ের পর পর দু’বারের সাংসদকে বাদ দিয়ে এবার সে কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে পঞ্জাবের প্রয়াত বিজেপি নেতা তথা ছত্তীসগঢ়ের প্রাক্তন রাজ্যপাল বলরামজি দাস টন্ডনের পুত্র সঞ্জয় টন্ডনকে।

বিজেপির একটি সূত্র মারফত জানা গেছে, বর্ষীয়ান অভিনেত্রীর শারীরিক অসুস্থার কারণে এবার তাঁকে ভোটের লড়াই থেকে অব্যাহতি দিয়েছে পদ্ম শিবির।

অনুদিকে, উত্তরপ্রদেশের বালিয়ায় প্রার্থী করা হয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের পুত্র নীরজ শেখরকে। ওই কেন্দ্রে চন্দ্রশেখর ১৯৭৭ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত মোট ৪ বারের সাংসদ ছিলেন। তাঁর মৃত্যুর পর ওই কেন্দ্রে তাঁর ছেলে নীরজ ২০০৭ উপনির্বাচন এবং ২০০৯-এর লোকসভা ভোটে সমাজবাদী পার্টির প্রতীকে জয়ী হন।

কিন্তু ২০১৪ সালে বিজেপির কাছে পরাজিত হন তিনি। এরপর ২০১৯ সালে সমাজবাদী পার্টি ছেড়ে বিজেপিতে যোগদান করেন নীরজ। তারপর তাঁকে রাজ্যসভার সাংসদ করা হয়। এছাড়া উত্তরপ্রদেশের এলাহাবাদে বিদায়ী সাংসদ তথা সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রীতা বহুগুণা জোশীকেও এ বার টিকিট দেয়নি বিজেপি। সেই জায়গায় প্রার্থী করা হয়েছে নীরজ ত্রিপাঠিকে।

প্রকাশিত হল বিজেপির দশম প্রার্থী তালিকা
Lok Sabha Polls 24: ২২ আসনে প্রার্থী ঘোষণা RJD-র, তালিকায় লালুর দুই মেয়ে ছাড়াও আর কে কে রয়েছেন?
প্রকাশিত হল বিজেপির দশম প্রার্থী তালিকা
CPIM: কংগ্রেসের পর CPIM-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আয়কর দফতরের নোটিশ! কমিশনকে কড়া ভাষায় চিঠি ইয়েচুরির

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in