ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি সংগৃহীত

ভোটমুখী রাজ্যে ৪৫০ টাকায় LPG-র প্রতিশ্রুতি, ক্ষমতাসীন রাজ্যে দিচ্ছে না কেন BJP? প্রশ্ন কংগ্রেসের

People's Reporter: ভোটমুখী রাজ্যে ৪৫০ টাকায় LPG সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও মহারাষ্ট্রে কেন দিচ্ছে না, প্রশ্ন কংগ্রেসের।

ভোটমুখী রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় এলে ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু যে রাজ্যগুলিতে ইতিমধ্যেই ক্ষমতায় আছে বিজেপি, সেখানে কেন এই ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার দিচ্ছে না, এই প্রশ্ন তুলে বিজেপিকে কটাক্ষ করলো কংগ্রেস।

শনিবার রাজস্থানে বিধানসভা নির্বাচন হয়েছে। চলতি মাসেই মিজোরাম, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়ে নির্বাচন হয়ে গেছে। এই মাসের ৩০ তারিখ তেলেঙ্গানাতেও নির্বাচন রয়েছে। এই সব রাজ্যেই ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এই নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মহারাষ্ট্রের সিনিয়র কংগ্রেস নেতা নানা পাটোলে।

গত শুক্রবার নাগপুরে সাংবাদিকদের সামনে পাটোলে বলেন, “ভোটমুখী রাজ্যগুলিতে সিলিন্ডারের দাম ৪৫০ টাকায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। মহারাষ্ট্রে কেন এমনটা করছে না ওরা? মহারাষ্ট্রে তো ক্ষমতায় রয়েছে বিজেপি। মহারাষ্ট্রবাসী কী এমন পাপ করেছে যে তারা বেশি টাকা দিয়ে সিলিন্ডার কিনবে?

তিনি আরও অভিযোগ করেছেন, একদিকে দরিদ্র পরিবারগুলিকে গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনা প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে, আর অন্যদিকে এই প্রকল্পের নাম করে কেরোসিন সরবরাহ বন্ধ হয়ে গেছে। এভাবে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার জনগণকে লুটছে।

ছবি প্রতীকী
Telangana Polls: তেলেঙ্গানায় বাড়ি গিয়ে ভোটগ্রহণ শুরু, এখনও বাকি ভোটার পরিচয়পত্র ছাপার কাজ
ছবি প্রতীকী
Assembly Polls 23: ৫ রাজ্যে ভোটের আগে বাজেয়াপ্ত ১৭৬০ কোটি টাকার সম্পদ, ২০১৮-র তুলনায় ৭ গুণ বেশি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in