Lok Sabha Polls 24: ৫ বছরে ৩ হাজার শতাংশ সম্পত্তি বেড়েছে বিজেপির তরুণ সাংসদের!

People's Reporter: একাধিক মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করেন সূর্য। তালিকায় রয়েছে - কোটাক, এইচডিএফসি, অ্যাক্সিস, ইউটিআই, এসবিআই, কানাড়া, আইসিআইসিআই, টাটা।
তেজস্বী সূর্য
তেজস্বী সূর্যফাইল ছবি

বিজেপির যুবনেতা হিসাবে অতি পরিচিত মুখ তিনি। তাঁর গত পাঁচ বছরে সম্পত্তি বৃদ্ধির পরিমাণ দেখলে চোখ কপালে উঠতে পারে। তিনি বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ তেজস্বী সূর্য। ২০১৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে ৩,১৫০ শতাংশ।

গত বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেন তেজস্বী সূর্য। সেই হলফনামা অনুযায়ী, ২০১৯ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১৩.৪৬ লক্ষ টাকা। কিন্তু ২০২৪ সালে সেটা বেড়ে হয়েছে ৪.১০ কোটি টাকা, অর্থাৎ প্রায় ৩০ গুন। পাশাপাশি, তিনি বিনিয়োগ করেছেন প্রায় ২৬টি মিউচ্যুয়াল ফান্ডে।

ট্রাস্ট ল নামক একটি সংস্থার সহ প্রতিষ্ঠাতা তিনি। এক সূত্র মারফত জানা গেছে, ২০১৯ সালের শুরুর দিকে এই সংস্থার প্রতিষ্ঠা হয়। তার পর থেকেই এর বিস্তার শুরু হয়। বর্তমানে এই সংস্থাটির চেন্নাই, বেঙ্গালুরু ও দিল্লিতে অফিস রয়েছে। এর আগে বেঙ্গালুরু অ্যাডভোকেট জেনারেল অশোক হারানহল্লির অফিসে ল অ্যাসিস্টেট হিসাবে কাজ করতেন তিনি।

সূর্যের জমা দেওয়া হলফনামা থেকে আরও জানা গেছে, তাঁর শেষ আয়কর রিটার্ন (২০২২-২৩) অনুযায়ী তাঁর আয়ের পরিমাণ ৪৪,১৩,০৫০ টাকা। যা ২০১৮-১৯ সালে ছিল ১১,৯১,০০০ টাকা। বিজেপি প্রার্থীর এই মুহূর্তে হাতে নগদ টাকার পরিমাণ ৮০ হাজার টাকা। ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে ৫.১৯ লক্ষ টাকার বেশি।

জানা গেছে, একাধিক মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করেন সূর্য। তালিকায় রয়েছে - কোটাক, এইচডিএফসি, অ্যাক্সিস, ইউটিআই, এসবিআই, কানাড়া, আইসিআইসিআই, টাটা। তাঁর মিউচ্যুয়াল ফান্ডে অর্থের পরিমাণ ১.৯৯ কোটি (এবছর ২৭ মার্চ পর্যন্ত)। ১.৭৯ কোটি টাকা শেয়ারও রয়েছে তাঁর। BSE, Tejas Networks, Strides Pharma, Indus Towers, Dredging Corporation of India এবং Jagsonpal Pharma-র শেয়ারহোল্ডার তিনি।

তেজস্বী সূর্য
Lok Sabha Polls 24: নির্বাচনী প্রচারে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে পাতিয়ালার বিজেপি প্রার্থী
তেজস্বী সূর্য
Lok Sabha Polls: ৩০ লক্ষ সরকারী চাকরী, ২৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা - একাধিক চমক কংগ্রেসের ইস্তেহারে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in