Uttarpradesh: ক্ষমতা ধরে রাখলেও প্রায় ৬৬টি আসন হারাতে পারে BJP - জনমত সমীক্ষা

আগামীবছর উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ‍্যে বিধানসভা নির্বাচন। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে এই পাঁচ রাজ‍্য বিশেষ করে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত রাজনৈতিক দলের কাছে।
যোগী আদিত্যনাথ
যোগী আদিত্যনাথফাইল ছবি

উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। তবে আসন সংখ‍্যা আগের তুলনায় কমবে। এবিপি-সি ভোটার-আইএএনএস-এর যৌথ জনমত সমীক্ষায় তেমনই ইঙ্গিত পাওয়া গেছে।

আগামীবছর উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ‍্যে বিধানসভা নির্বাচন। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে এই পাঁচ রাজ‍্য বিশেষ করে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত রাজনৈতিক দলের কাছে। কেন্দ্রের শাসক দলের কাছে এই নির্বাচন যেমন প্রেস্টিজ ফাইট, তেমনি কংগ্রেসের ‌মতো বিরোধী দলের কাছে কার্যত অস্তিত্বের লড়াই।

গত চার সপ্তাহ ধরে রাজ‍্যে সমীক্ষা চালিয়েছে এবিপি-সিভোটার-আইএএনএস। সাড়ে ৪৪ হাজার ভোটারের সাথে কথা বলেছে সমীক্ষকরা। সমীক্ষার ফলাফল নিম্নরূপ -

আসন সংখ‍্যা

  • সমীক্ষা অনুযায়ী উত্তরপ্রদেশে মোট ৪০৩টি আসনের মধ্যে ২৫৯ থেকে ২৬৭টি আসন পেয়ে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। তবে আগের থেকে আসন সংখ্যা কমতে পারে প্রায় ৬৬টি। ২০১৭ সালে বিজেপি ৩২৫টি আসন জিতেছিল।

  • সমাজবাদী পার্টি পেতে পারে ১০৯ থেকে ১১৭টি আসন। ২০১৭ সালে ৫৪টি আসনে জিতেছিল অখিলেশ যাদবের এই দল।

  • ১২ থেকে ১৬টি আসন‌ জিতে তৃতীয় স্থানে থাকতে পারে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি। ২০১৭ সালে ১৯টি আসন জিতেছিল বিএসপি।

  • অন‍্যান‍্যরা পেতে পারে ৬ থেকে ১০টি আসন।

  • সমীক্ষা অনুযায়ী কংগ্রেসের অবস্থা খুবই শোচনীয়। তারা মাত্র ৩ থেকে ৭টি আসন পেতে পারে।

ভোট শেয়ার

  • আসন্ন ‌বিধানসভা নির্বাচনে বিজেপি পেতে পারে ৪১.৮ শতাংশ ভোট, যা গত বিধানসভা নির্বাচনে ভোট শতাংশের (৪১.৪%) প্রায় সমান।

  • অনেকটাই ভোট শেয়ার বাড়তে পারে সমাজবাদী পার্টির। ২০১৭ সালে এই দল যেখানে ২৩.৬ শতাংশ ভোট পেয়েছিল, ২০২২ সালে তারা ৩০.২ শতাংশ ভোট সংগ্রহ করতে পারে বলে মনে করা হচ্ছে।

  • দেশের সবথেকে পুরোনো দল কংগ্রেস পেতে পারে মাত্র ৫.১ শতাংশ ভোট। ২০১৭ সালে তারা পেয়েছিল ৬.৩ শতাংশ ভোট।

  • বিএসপি-র ভোট শতাংশ অনেক কমবে বলে সমীক্ষায় প্রকাশ। ২০১৭ সালে দলটি ভোট পেয়েছিল ২২.২ শতাংশ। ২০২২ সালে পেতে পারে ১৫.৭ শতাংশ।

মুখ্যমন্ত্রী

সমীক্ষায় অংশ নেওয়া ৪০.৪ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে ফের যোগী আদিত্যনাথকেই চাইছেন। অখিলেশ যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে চান ২৭.৫ শতাংশ। বিএসপি সুপ্রিমো মায়াবতীকে রাজ‍্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান ১৪.৬ শতাংশ মানুষ। ৩.২ শতাংশ মানুষ কংগ্রেসের প্রিয়ঙ্কা গান্ধীকে মুখ্যমন্ত্রী হিসেবে চান।

সমীক্ষায় অংশ নেওয়া ভোটারদের মধ্যে ৪৫.৩ শতাংশ জানিয়েছেন তাঁরা যোগী আদিত‍্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাজে সন্তুষ্ট। ১৯.৯ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা মোটামুটি সন্তুষ্ট। ৩৩.৭ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা বর্তমান সরকারের কাজে একদমই সন্তুষ্ট নয়। যোগী সরকারের কাজে সন্তুষ্ট হলেও জনপ্রতিনিধিদের কাজে সন্তুষ্ট নন একটি বিশাল অংশের মানুষ (৪৩.৬ শতাংশ)।

- with IANS inputs

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in