

ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জে পি নাড্ডা শুক্রবার দলের জাতীয় সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে আগামী বছরের গোড়ায় পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা সারলেন।
বৈঠক হয় দলে কেন্দ্রীয় কার্যালয়ে। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এবং সাধারণ সম্পাদক অরুণ সিং, কৈলাস বিজয়বর্গীয়, দুষ্মন্ত কুমার গৌতম, তরুণ চুঘ, সি টি রবি এবং ডি পুরন্দেশ্বরী।
এক বিজেপি নেতা জানিয়েছেন, সংঠনের নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করতে এই গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়। বৈঠকে নির্বাচনী প্রস্তুতি ছাড়াও বিভিন্ন সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়।
উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড,পঞ্জাব, মণিপুর এবং গোয়ায় আগামী বছরের গোড়ায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। পঞ্জাব বাদে বাকি চারটি রাজ্যেই বিজেপি ক্ষমতায় আছে। চারটি রাজ্যে ক্ষমতা ধরে রাখাই শুধু নয়। বিজেপি চায় নিজের জোরে পঞ্জাবেও সফল হতে।
২০১৭য় বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরপ্রদেশে সরকার গঠন করে। রাজ্যে ১৪ বছরের নির্বাসনের সমাপ্তি ঘটে।
উত্তরাখণ্ডে শেষ কয়েক মাসে দুবার মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি। সেখানেও ক্ষমতা ধরে রেখে রেকর্ড করতে চায় তারা। একইভাবে গোয়া এবং মণিপুরে জিতে দেশজোড়া জনপ্রিয়তা আরও একবার প্রমাণ করতে চায় দল।
মণিপুর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিজেপি অফিসে আলাদা করে একটি বৈঠকও হয়।
- with inputs from IANS
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন