
বছর পেরোলেই লোকসভা নির্বাচন। তার আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী নিশ্চিত করতে রীতিমতো চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে বিজেপিকে। সেই কারণেই এখনও পর্যন্ত তিন রাজ্যে ২৭ জন সাংসদকে বিধায়ক পদের টিকিট দিয়েছে গেরুয়া শিবির।
৫ রাজ্যের মধ্যে বড় রাজ্য হলো মধ্যপ্রদেশ ও রাজস্থান। আপাতত ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করছে বিজেপি। সমস্ত প্রার্থী তালিকা ঘোষণার আগেই দেখা যাচ্ছে ২৭ জন বিজেপি সাংসদ বিধানসভা নির্বাচনে লড়ার জন্য টিকিট পেয়েছেন। যার মধ্যে ৪ জন আবার কেন্দ্রীয় মন্ত্রী। তাহলে কি ওই রাজ্যগুলিতে বিজেপির পায়ের তলার মাটি আলগা হচ্ছে? রাজনৈতিক মহলে এই প্রশ্নই ঘোরাফেরা করছে।
ওই ২৭ জনের মধ্যে ১৭ জন রয়েছেন মধ্যপ্রদেশের। ১৭ জনের মধ্যে ৩ জন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁরা হলেন, নরন্দ্র সিং তোমার, প্রহ্লাদ প্যাটেল এবং ফাগগন সিং কুলস্তে। আবার রাজস্থানের প্রার্থী তালিকার মধ্যে ৭ জন সাংসদ রয়েছেন। ছত্তিশগড়ের প্রার্থী তালিকায় রয়েছে ৩ জন সাংসদ।
প্রসঙ্গত, সোমবার রাজস্থান, মিজোরাম, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে নির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ৭ নভেম্বর মিজোরাম, ৭ ও ১৭ নভেম্বর ছত্তিশগড়ে, ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে, ২৩ নভেম্বর রাজস্থানে এবং ৩০ নভেম্বর তেলেঙ্গানায় নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এই পাঁচ রাজ্যের নির্বাচনকে কার্যত সেমিফাইনালে হিসেবে দেখছে বিজেপি এবং বিরোধীরা। এই ৫ রাজ্যে মোট লোকসভা আসনের সংখ্যা ৮৩টি।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন