ছবি - প্রতীকী
ছবি - প্রতীকীছবি সংগৃহীত

আসন্ন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে ২৭ জন সাংসদকে টিকিট - প্রার্থী সংকটে বিজেপি!

People's Reporter: ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করছে বিজেপি। সমস্ত প্রার্থী তালিকা ঘোষণার আগেই দেখা যাচ্ছে ২৭ জন বিজেপি সাংসদ বিধানসভা নির্বাচনে লড়ার জন্য টিকিট পেয়েছেন।
Published on

বছর পেরোলেই লোকসভা নির্বাচন। তার আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী নিশ্চিত করতে রীতিমতো চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে বিজেপিকে। সেই কারণেই এখনও পর্যন্ত তিন রাজ্যে ২৭ জন সাংসদকে বিধায়ক পদের টিকিট দিয়েছে গেরুয়া শিবির।

৫ রাজ্যের মধ্যে বড় রাজ্য হলো মধ্যপ্রদেশ ও রাজস্থান। আপাতত ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করছে বিজেপি। সমস্ত প্রার্থী তালিকা ঘোষণার আগেই দেখা যাচ্ছে ২৭ জন বিজেপি সাংসদ বিধানসভা নির্বাচনে লড়ার জন্য টিকিট পেয়েছেন। যার মধ্যে ৪ জন আবার কেন্দ্রীয় মন্ত্রী। তাহলে কি ওই রাজ্যগুলিতে বিজেপির পায়ের তলার মাটি আলগা হচ্ছে? রাজনৈতিক মহলে এই প্রশ্নই ঘোরাফেরা করছে।

ওই ২৭ জনের মধ্যে ১৭ জন রয়েছেন মধ্যপ্রদেশের। ১৭ জনের মধ্যে ৩ জন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁরা হলেন, নরন্দ্র সিং তোমার, প্রহ্লাদ প্যাটেল এবং ফাগগন সিং কুলস্তে। আবার রাজস্থানের প্রার্থী তালিকার মধ্যে ৭ জন সাংসদ রয়েছেন। ছত্তিশগড়ের প্রার্থী তালিকায় রয়েছে ৩ জন সাংসদ।

প্রসঙ্গত, সোমবার রাজস্থান, মিজোরাম, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে নির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ৭ নভেম্বর মিজোরাম, ৭ ও ১৭ নভেম্বর ছত্তিশগড়ে, ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে, ২৩ নভেম্বর রাজস্থানে এবং ৩০ নভেম্বর তেলেঙ্গানায় নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এই পাঁচ রাজ্যের নির্বাচনকে কার্যত সেমিফাইনালে হিসেবে দেখছে বিজেপি এবং বিরোধীরা। এই ৫ রাজ্যে মোট লোকসভা আসনের সংখ্যা ৮৩টি।

ছবি - প্রতীকী
Rajasthan Assembly Polls: রাজস্থানে মনোনয়ন জমার শেষ দিন ৬ নভেম্বর, আজই চালু নির্বাচনী আচরণবিধি
ছবি - প্রতীকী
Ladakh Election: লাদাখ-কারগিলের প্রথম নির্বাচনেই BJP-র হার, ৩৭০ ধারা বাতিলের ফল - দাবি ওমর আবদুল্লার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in