Loksabha Polls 2024: লোকসভা নির্বাচনে EVM কারচুপি নিয়ে আশঙ্কা প্রকাশ শ্যাম পিত্রোদার

People's Reporter: শ্যাম পিত্রোদা বলেন, ভারতের ভবিষ্যৎ ঠিক কী হবে তা ২০২৪ লোকসভা নির্বাচনে বোঝা যাবে। মানুষ কেমন ভারত চান তাঁরাই ঠিক করবেন।
Loksabha Polls 2024: লোকসভা নির্বাচনে EVM কারচুপি নিয়ে আশঙ্কা প্রকাশ শ্যাম পিত্রোদার
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত ইভিএম নিয়ে বিজেপির উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এবার নির্বাচনে ইভিএম কারচুপি নিয়ে সুর চড়ালেন তথ্যপ্রযুক্তিবিদ তথা কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদা। তাঁর মতে, ইভিএম সঠিকভাবে কাজ না করলে বিজেপি ৪০০ আসন পেয়ে ক্ষমতায় এলেও তিনি অবাক হবেন না।

প্রতিটি নির্বাচনের আগেই শাসক দলকে ইভিএম মেশিন নিয়ে চাপে রাখতে চেষ্টা করে বিরোধী দলগুলি। কংগ্রেস সহ একাধিক বিরোধীদলের নেতারা বার বার ইভিএম কারচুপির প্রসঙ্গ টেনে এনে মোদী-শাহকে আক্রমণ করেছেন। বিরোধীদের অভিযোগ, ইভিএমে কারচুপি করেই বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতা দখল করছে। সম্প্রতি কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদাও এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।

সর্বভারতীয় এক সংবাদসংস্থার সাক্ষাৎকারে তিনি বলেন, "বিজেপি বলছে আগামী লোকসভা নির্বাচনে ৪০০ আসন পেয়ে তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতা দখল করবে। এটা হতেও পারে আবার নাও হতে পারে। আমাদের সংসদীয় গণতন্ত্রে মানুষই ঠিক করবেন কাকে দেশের শাসক হিসেবে চান।"

এরপরই তিনি সংশয় প্রকাশ করে বলেন, "মানুষ ঠিক করলেও নির্বাচনে জেতা এখন নির্ভর করে ইভিএম মেশিনের কার্যপদ্ধতি নিয়ে। যদি ইভিএম কারচুপি না হয় তাহলে বিজেপি ৪০০ আসন নাও পেতে পারে। আবার ইভিএম মেশিনে কারচুপি হলে বিজেপি ৪০০ বা তার বেশি আসন নিয়েও ক্ষমতায় আসতে পারে।"

পাশাপাশি তিনি বলেন, ভারতের ভবিষ্যৎ ঠিক কী হবে তা ২০২৪ লোকসভা নির্বাচনে বোঝা যাবে। মানুষ কেমন ভারত চান তাঁরাই ঠিক করবেন।

Loksabha Polls 2024: লোকসভা নির্বাচনে EVM কারচুপি নিয়ে আশঙ্কা প্রকাশ শ্যাম পিত্রোদার
৫ বছর আগের মামলায় বিপাকে জয়া প্রদা, BJP নেত্রীকে আদালতে তুলতে বিশেষ দল গঠন পুলিশের
Loksabha Polls 2024: লোকসভা নির্বাচনে EVM কারচুপি নিয়ে আশঙ্কা প্রকাশ শ্যাম পিত্রোদার
Maharashtra: আলোচনা শুরুর আগেই ২৩ আসন দাবি উদ্ধব ঠাকরের - ইন্ডিয়া মঞ্চে জট

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in