Bihar: রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় থাকছেন না নীতিশ? ইন্ডিয়ার ‘হাত’ ছেড়ে এনডিএ শিবিরে যোগ জেডিইউ-র?

People's Reporter: বিহারে নীতিশের বর্তমান জোটসঙ্গী আরজেডি-র সঙ্গেও এই মুহূর্তে মতভেদ তৈরি হয়েছে। যে কারণে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক মাত্র ১৫ মিনিটে শেষ করে দিয়েছেন নীতিশ কুমার।
নীতিশ কুমার
নীতিশ কুমারগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

‘ইন্ডিয়া’ শিবির ছাড়ছেন নীতিশ কুমার? সূত্র মারফত জানা যাচ্ছে, বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ প্রবেশ করলে, তাতে উপস্থিত থকবেন না জেডিইউ সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এরপরই নীতিশ কুমারের ইন্ডিয়া’র ‘হাত’ ছেড়ে এনডিএ শিবিরে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছে। আগামী ৩০ জানুয়ারি বিহারে প্রবেশ করছে ভারত জোড়ো ন্যায় যাত্রা।

এর আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচী এড়িয়ে গিয়েছেন। ২৫ জানুয়ারি বাংলায় প্রবেশ করেছে ন্যায় যাত্রা। যেখানে তৃণমূলের কোনও প্রতিনিধি উপস্থিত হননি।

সূত্র মারফত জানা গেছে, বুধবার সন্ধ্যায় কংগ্রেসের বিধায়ক শাকিল আহমেদ খানের মাধ্যমে রাহুল গান্ধীর কর্মসূচীতে উপস্থিত থাকার জন্য নীতিশ কুমারকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত নীতিশের তরফ থেকে এর কোনও উত্তর আসেনি।

অন্যদিকে বিহারে নীতিশের বর্তমান জোটসঙ্গী আরজেডি-র সঙ্গেও এই মুহূর্তে মতভেদ তৈরি হয়েছে। যে কারণে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক মাত্র ১৫ মিনিটে শেষ করে দিয়েছেন নীতিশ কুমার। কর্মকর্তারা বৈঠকে তিনটি প্রস্তাব উপস্থাপন করেন যা পাস হয়। নীতীশ কুমার রেজিস্টারে সই করেই হল থেকে বেরিয়ে আসেন।

মুখ্যমন্ত্রী এবং তাঁর ডেপুটি তথা আরজেডি নেতা তেজস্বী যাদবের মধ্যে ঠান্ডা লড়াই লক্ষ্য করা গেছে। কেউই একে অপরের সাথে কথা বলেননি। অন্যান্য দিন এই দুই নেতা একসঙ্গে বৈঠকস্থলে পৌঁছান এবং দুজনের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। এমনকি দুই দলের মন্ত্রীরাও কেউ একে অপরের সাথে কথা বলেননি আজ।

লোকসভা ভোটে আসন ভাগাভাগি নিয়ে এখনও কোনও আলোচনা না হওয়ার হয়, ইন্ডিয়া শিবিরের উপর অসন্তুষ্ট ছিলেন নীতিশ কুমার। এর উপর গত মঙ্গলবার সন্ধ্যায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার।

কেন্দ্রের এই সিদ্ধান্তে এনডিএ শিবিরের প্রতি কিছুটা নরম হয়েছেন নীতিশ। এরপরই নিজের এক বক্তৃতায় কর্পুরী ঠাকুরকে সম্মান জানাতে গিয়ে ‘পরিবারবাদী রাজনীতি’-কে আক্রমণ করেন তিনি। নীতিশের এই মন্তব্যে ক্ষুব্ধ হয় আরজেডি। আরজেডি প্রধান লালু প্রসাদের মেয়ে রোহিণী আচার্য নিজের এক্স হ্যান্ডেলে বৃহস্পতিবার নীতিশের নাম না নিয়ে একাধিক পোস্ট করেছেন।

একাধিক সূত্র মারফত জানা যাচ্ছে, নীতিশ কুমার ইন্ডিয়া শিবির নিয়ে স্পষ্টতই বিরক্ত। জোটের বিষয়ে যে কোনও সময় বড় সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

নীতিশ কুমার
NDA vs I-N-D-I-A: ফের শিবির বদলাবেন নীতিশ কুমার? আশাবাদী বিজেপি
নীতিশ কুমার
I-N-D-I-A: বিহারে ১৬টি করে আসনে লড়াইয়ের সিদ্ধান্ত আরজেডি-জেডিইউ-র, বাকি আসনে কংগ্রেস-বাম

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in