Lok Sabha Polls 24: ভোলবদল ভোজপুরি তারকা পবন সিংয়ের, নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ

People's Reporter: পবন লেখেন, ‘‘আমার সমাজ, মানুষ এবং মায়ের কাছে যে কথা আমি দিয়েছি, তা রাখতে ভোটে দাঁড়াব। আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা কাম্য।’’
ভোজপুরী গায়ক পবন সিং
ভোজপুরী গায়ক পবন সিং ছবি, সংগৃহীত

আসন্ন লোকসভা ভোটে বিজেপির পক্ষ থেকে আসানসোল কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল ভোজপুরী গায়ক পবন সিংকে। যদিও নাম ঘোষণার একদিনের মধ্যেই পবন জানিয়ে দেন, আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চাননা তিনি। তার ১০ দিনের মধ্যে ফের জানালেন, তিনি ভোটে লড়বেন। তবে কোন দল থেকে ভোটে লড়বেন তিনি, সেটা এখনও স্পষ্ট নয়।

বুধবার এক্সে (পূর্ববর্তী টুইটার) পোষ্ট করে ভোজপুরী গায়ক লেখেন, ‘‘আমার সমাজ, মানুষ এবং মায়ের কাছে যে কথা আমি দিয়েছি, তা রাখতে ভোটে দাঁড়াব। আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা কাম্য।’’

পবন কোন দলের হয়ে এবং কোন কেন্দ্র থেকে লড়বে, সেটা তিনি জানান নি। তবে অনুমান করা হচ্ছে পবন বিহারের কোনো লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। সূত্রের খবর, বিহারের আরা লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চান পবন। কারণ ওই এলাকার ছেলে তিনি। যদিও বর্তমানে ওই আসনের বিজেপির সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী আরকে সিংহ। তাই পবনকে প্রার্থী করার ক্ষেত্রে আরার পাশাপাশি বিহারের সসারাম এবং বক্সার কেন্দ্র নিয়েও ভাবনা রয়েছে।

অন্যদিকে, জানা গেছে, পবন আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী না হওয়ায়, ওই কেন্দ্র থেকে এখনও পর্যন্ত বিকল্প প্রার্থী খুঁজে পায়নি বিজেপি।

অন্য সূত্র জানাচ্ছে, পবনকে টিকিট দিতে পারে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি। যদিও ঘোষণা না হওয়া পর্যন্ত এখনও কিছুই পরিষ্কার নয়।

২ মার্চ বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পরের দিন এক্সে পোস্ট করে পবন জানিয়েছিলেন, "আমি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দল আমার উপর তাদের আস্থা রেখেছিল এবং আমাকে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে প্রার্থী হিসাবে মনোনীত করেছে। কিন্তু কিছু কারণবশত, আমি আসানসোল থেকে ভোটে লড়তে পারব না।"

ভোজপুরী গায়ক পবন সিং
Arjun Singh: ‘পার্থ ভৌমিকের সিন্ডিকেট থেকে ব্যারাকপুরকে বাঁচাতেই হবে’, দাবি বিক্ষুব্ধ অর্জুনের
ভোজপুরী গায়ক পবন সিং
দরিদ্র পরিবারকে প্রতি বছর ১ লক্ষ টাকা, ‘আদিবাসী সঙ্কল্প’ - একাধিক প্রতিশ্রুতি ঘোষণা কংগ্রেসের
ভোজপুরী গায়ক পবন সিং
Thackeray to Gadkari: 'অপমানিত মনে হলে বিজেপি ছেড়ে চলে আসুন' - গড়করিকে মন্ত্রী করার প্রস্তাব উদ্ধবের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in