পাঁচ রাজ্যে ভোটের আগে সামনে এলো বেকারত্বের রিপোর্ট! কেসিআরের তেলেঙ্গানায় আকাশছোঁয়া বেকারত্ব

People's Reporter: পাঁচ রাজ্যের মধ্যে যুব বেকারত্বের হার সবচেয়ে বেশি তেলেঙ্গানায়, আবার যুব বেকারত্বের হার সবচেয়ে কম মধ্যপ্রদেশে।
ছবি- প্রতীকী
ছবি- প্রতীকীছবি সংগৃহীত

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আর একমাসও বাকি নেই। আগামী নভেম্বরের পাঁচটি ভিন্ন দিনে ভোটগ্রহণের মাধ্যমে ভাগ্য নির্ধারণ হবে রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও মিজোরামের। আর নির্বাচনের আগে বিরোধীদের প্রধান অস্ত্র বর্তমান সরকারের আমলে রাজ্যে বেকারত্বের হিসেব-নিকেশ। সম্প্রতি এক সমীক্ষার রিপোর্ট থেকে জানা গিয়েছে, পাঁচ রাজ্যের মধ্যে যুব বেকারত্বের হার সবচেয়ে বেশি তেলেঙ্গানায়, আবার যুব বেকারত্বের হার সবচেয়ে কম মধ্যপ্রদেশে। তবে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে বেকারত্বের হারে পাঁচ রাজ্যের মধ্যে শীর্ষে মিজোরাম।

সোমবার জাতীয় নমুনা সমীক্ষার দফতরের পক্ষ থেকে দেশের বেকারত্বের হার নিয়ে একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। দেশের ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বেকারত্বের হার নিয়ে PLFS (Periodic Labour Force Survey)-এর করা ওই বার্ষিক সমীক্ষায় জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সময়ের মধ্যে দেশের বেকারত্বের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সেই সমীক্ষার রিপোর্টেই দেখা গিয়েছে, দেশে ১৫ থেকে ২৯ বছরের যুবদের বেকারত্বের হার ১০ শতাংশ, যা ২০২১-২২ সালে ছিল ১২.৪ শতাংশ। আগামী মাসে যে পাঁচ রাজ্যে নির্বাচন রয়েছে, তার মধ্যে তেলেঙ্গানা, রাজস্থান এবং মিজোরামের বেকারত্বের হার এই জাতীয় হারের চেয়ে বেশি। পাশাপাশি, জাতীয় বেকারত্বের হারের চেয়ে কম বেকারত্বের হার রয়েছে ছত্তিশগড়ে।

রিপোর্ট বলছে, ১৫-২৯ বছরের যুবদের বেকারত্বের হার তেলেঙ্গানায় ১৫.১ শতাংশ, রাজস্থানে ১২.৫ শতাংশ এবং মিজোরামে ১১.৯ শতাংশ। অন্যদিকে, ছত্তিশগড়ে বেকারত্বের হার ৭.১ শতাংশ এবং মধ্যপ্রদেশে ৪.৪ শতাংশ। এই হারে আবার লিঙ্গভেদে বেশ তারতম্য দেখা যায়। শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে পাঁচ রাজ্যের মধ্যে বেকারত্বের হার তেলেঙ্গানায় সবচেয়ে বেশি হলেও, যুব মহিলাদের ক্ষেত্রে এই হার সবচেয়ে বেশি আবার মিজোরামে (১৬.৪ শতাংশ)। তবে খুব বেশি পিছিয়ে নেই তেলেঙ্গানাও (১৬.২ শতাংশ)। সেদিক থেকে দেখতে গেলে মহিলাদের ক্ষেত্রে বেকারত্বের হার ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে বেশ কম, যথাক্রমে ৬.১ শতাংশ ও ৩.৯ শতাংশ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in