Lok Sabha Polls 24: দল ছাড়লেন আসামে বিজেপির প্রথম মুসলিম বিধায়ক, যোগ দিলেন কংগ্রেসে

People's Reporter: এআইসিসির পর্যবেক্ষকের উপস্থিতিতে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে আমিনুল জানিয়েছেন, “মানুষের স্বার্থে এই পদক্ষেপ।“
Lok Sabha Polls 24: দল ছাড়লেন আসামে বিজেপির প্রথম মুসলিম বিধায়ক, যোগ দিলেন কংগ্রেসে

লোকসভা ভোটের আগে ফের ধাক্কা বিজেপি শিবিরে। আসাম বিজেপির প্রথম মুসলিম বিধায়ক আমিনুল হক লস্কর যোগদান করলেন কংগ্রেসে। এদিন এআইসিসির পর্যবেক্ষকের উপস্থিতিতে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে আমিনুল জানিয়েছেন, “মানুষের স্বার্থে এই পদক্ষেপ।“

২০১৬ সালের বিধানসভা ভোটে আসামের শিলচরের সোনাই কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে জিতেছিলেন আমিনুল হক লস্কর। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’ (এআইইউডিএফ) কাছে হেরে যান তিনি। এরপর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তাঁকে সে রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন নিয়োগ করেছিল।

এদিন বিজেপি থেকে কংগ্রেসে যোগদানের পর আমিনুল বলেন, ‘‘আমি গত ১৩ বছর ধরে বিজেপি করেছি। কিন্তু অসমে বিজেপি তার রাজনৈতিক আদর্শ হারিয়েছে। অসম এবং অসমবাসীর স্বার্থে তাই এই সিদ্ধান্ত নিলাম।’’

লোকসভা ভোটের আগে আমিনুলের কংগ্রেস যোগ আসামে কংগ্রেসের জন্য বাড়তি সুবিধা জোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে, গত শুক্রবার গুঞ্জন উঠেছিল কংগ্রেস ছাড়ছেন আসামের সাংসদ আব্দুল খালেক। তিনি নাকি তাঁর ইস্তফা পত্র কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কাছে পাঠিয়েও দিয়েছিলেন। তবে বুধবার সিদ্ধান্ত বদল করেন তিনি। দিল্লিতে সনিয়া গান্ধী এবং খড়্গের সঙ্গে বৈঠকের পরে তিনি বলেছিলেন, ‘‘আমি কংগ্রেসে রয়েছি। কংগ্রেসেই থাকব।’’ 

Lok Sabha Polls 24: দল ছাড়লেন আসামে বিজেপির প্রথম মুসলিম বিধায়ক, যোগ দিলেন কংগ্রেসে
Lok Sabha Polls 24: হোয়াটস অ্যাপে মোদী সরকারের 'বিকশিত ভারত' মেসেজ বন্ধের নির্দেশ দিল নির্বাচন কমিশন
Lok Sabha Polls 24: দল ছাড়লেন আসামে বিজেপির প্রথম মুসলিম বিধায়ক, যোগ দিলেন কংগ্রেসে
Congress: একদিনে দেশের চার প্রান্তের চার হেভিওয়েট নেতার কংগ্রেসে যোগদান, অনেকটাই ভরসা পেল ‘হাত’

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in