Lok Sabha Polls 24: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, হায়দরাবাদের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে FIR

People's Reporter: গত ২০ এপ্রিল মাধবী লতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ (295-A)-র অধীনে মামলা নথিভুক্ত হয়েছে।
মাধবীলতা
মাধবীলতাছবি - মাধবী লাথার ফেসবুক পেজ

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের হলো হায়দরাবাদের বিজেপি প্রার্থী মাধবীলতার বিরুদ্ধে। যদিও তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ চক্রান্ত বলে দাবি করেছেন ঐ বিজেপি প্রার্থী।

ঘটনার সূত্রপাত ১৭ এপ্রিল অর্থাৎ রামনবমীর দিন। প্রশাসন সূত্রে খবর, মহম্মদ শেখ ইমরান নামে বছর ৩৮-র এক ব্যক্তি ওই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বেগম বাজার থানায় অভিযোগ দায়ের করেন। শেখ ইমরানের অভিযোগ, মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন মাধবীলতা। এমনকি রামনবমীর দিন সিদ্দিয়াম্বর বাজার সংলগ্ন মসজিদ লক্ষ্য করে তির ছোঁড়ার অঙ্গভঙ্গি করেছেন তিনি। তাঁর এই তির ছোঁড়ার অঙ্গভঙ্গির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ইমরানের অভিযোগের ভিত্তিতে গত ২০ এপ্রিল মাধবীলতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ (295-A)-র অধীনে মামলা নথিভুক্ত হয়েছে। বিজেপি প্রার্থীর কঠোর শাস্তি দাবি জানিয়েছে মামলাকারী।

যদিও মাধবীলতা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'আমি সকলকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে ভাইরাল হওয়া ভিডিওটি অসম্পূর্ণ। নির্বাচনের আগে নেতিবাচক প্রচার করতে ভিডিও ক্লিপটি ব্যবহার করা হচ্ছে। তাও ওই ভিডিওর জন্য যদি কারুর ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে তার জন্য আমি ক্ষমা চাইছি। কারণ আমি সকল ব্যক্তিকে সম্মান করি'।

মাধবীলতা
Rahul Gandhi: 'দেশে দুর্নীতির স্কুল চালাচ্ছেন মোদী' - ইলেক্টোরাল বন্ড নিয়ে ফের আক্রমণে রাহুল গান্ধী
মাধবীলতা
Lok Sabha Polls 24: দ্বিতীয় দফায় ১৩ রাজ্যের ৮৯ আসনে নির্বাচন, তালিকায় পশ্চিমবঙ্গের ৩ কেন্দ্র

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in