Lok Sabha Polls: প্রচারে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে শতাব্দী, 'বিক্ষোভ নয়, আবদার', দাবি প্রার্থীর

People's Reporter: শতাব্দীর দাবি, কেউ বিক্ষোভ দেখায়নি। গ্রামবাসীদের কথা শুনবেন বলেই তিনি গাড়ি থামিয়েছিলেন। তবে গ্রামবাসীদের পাল্টা অভিযোগ, শতাব্দীর নিরাপত্তারক্ষী তাঁদের হুঁশিয়ারি দিয়েছেন।
শতাব্দী রায়
শতাব্দী রায়ছবি সৌজন্যে শতাব্দী রায়ের ফেসবুক পেজ

আগামী ১৩ মে ভোট কেষ্ট-গড় বীরভূমে। প্রচারে গিয়ে ফের গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হল সেখানকার তৃণমূল প্রার্থী তথা তিনবারের সাংসদ শতাব্দী রায়কে। যদিও তাঁর দাবি, বিক্ষোভ নয়, ঘরের মেয়ে ভেবে নিজেদের অসুবিধার কথা জানিয়েছেন গ্রামবাসীরা। তবে গ্রামবাসীদের পাল্টা অভিযোগ, শতাব্দীর নিরাপত্তারক্ষী তাঁদের হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার বীরভূমের সাঁইথিয়ার বাতাসপুর এলাকায় ভোটপ্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী শতাব্দী রায়। সেই সময় গ্রামের কিছু মানুষ গাড়ি থামান শতাব্দীর। বিদায়ী সাংসদের কাছে গ্রামের পানীয় জল ও রাস্তার দাবি তোলেন তাঁরা। গাড়িতে বসে গ্রামবাসীদের অভিযোগ শোনেন তিনি। এরপর আশ্বাসও দেন।

গ্রামবাসীদের দাবি, বহু দিন ধরেই ওই এলাকায় পানীয় জলের অসুবিধা। একাধিকবার সেকথা বলা হলেও সেই সমস্যার সুরাহা করেনি প্রশাসন। এমনকি, গ্রামে বেশ কিছু রাস্তা সারাই হয়নি। যদিও শতাব্দীর দাবি, কেউ বিক্ষোভ দেখায়নি। গ্রামবাসীদের কথা শুনবেন বলেই তিনি গাড়ি থামিয়েছিলেন। শতাব্দীর কথায়, ‘‘কেউ বিক্ষোভ দেখাননি। মিথ্যা কথা। আমাকে আবদার জানিয়েছেন গ্রামের মানুষ।’’

এরপরেই গ্রামবাসীদের একাংশ অভিযোগ তোলেন শতাব্দীর নিরাপত্তারক্ষী তাঁদের হুমকি দিয়েছেন। এক গ্রামবাসী সংবাদ মাধ্যমে জানান, ‘‘আমাকে বলে গিয়েছে, যেটা করলেন, তার ফল আপনাকে ভোগ করতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘এখানে ৭০ শতাংশ মানুষ গ্রামে বাস করেন। ৩০ শতাংশ শহরে। আমাদের ভোটেই জিতে সাংসদ হন ওঁরা। কিন্তু গ্রামে উন্নয়ন হচ্ছে না। আমরা সেটাই জানিয়েছি শুধুমাত্র।’’

শতাব্দী রায়
অধীরের অভিযোগে মুর্শিদাবাদের ডিআইজিকে সরালো কমিশন, ‘হিংসা হলে দায় নিতে হবে’,  হুঁশিয়ারি মমতার
শতাব্দী রায়
Lok Sabha Polls 24: ৭৬ পাতার মধ্যে ৫৩টি মোদীর ছবি! বিজেপির ইশতেহার প্রকাশ হতেই কটাক্ষ কংগ্রেসের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in