Congress: ৩ রাজ্যে ভরাডুবির পরেও কোন অঙ্কে লোকসভা নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছে কংগ্রেস?

People's Reporter: কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, আমরা ৩ রাজ্যে হেরেছি ঠিকই। কিন্তু বিজেপির থেকে ভোট শতাংশে খুব বেশি পিছিয়ে নেই। পাঁচ রাজ্য মিলিয়ে বিজেপির থেকে আমরা ১০ লক্ষ ভোট বেশি পেয়েছি।
Congress: ৩ রাজ্যে ভরাডুবির পরেও কোন অঙ্কে লোকসভা নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছে কংগ্রেস?
ছবি - সংগৃহীত

তিন রাজ্যে ভরাডুবির পর ২০২৪ লোকসভা নির্বাচনে কীভাবে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস লড়বে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। যার মধ্যে কংগ্রেসের অন্যতম হাতিয়ার ভোট শতাংশ। শতকরা কত হারে বিজেপি এবং কংগ্রেস ভোট পেয়েছে তা নিয়েই ২৪-র নির্বাচনী ময়দানে নামতে চাইছে হাত শিবির।

মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা বিধানসভার সাম্প্রতিক নির্বাচনে শুধুমাত্র তেলেঙ্গানাতে জয়লাভ করেছে কংগ্রেস। কিন্তু আসন সংখ্যা নয় বরং ভোট শতাংশকে হাতিয়ার করেই সাধারণ মানুষের দরবারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস।

কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতের কথায় তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি বলেন, আমরা ৩ রাজ্যে হেরেছি ঠিকই। কিন্তু বিজেপির থেকে ভোট শতাংশে খুব বেশি পিছিয়ে নেই। চার রাজ্য মিলিয়ে বিজেপির থেকে আমরা ১০ লক্ষ ভোট বেশি পেয়েছি। ৪ রাজ্য মিলিয়ে ৪০ শতাংশের আশেপাশেই রয়েছে ভোট শতাংশ।

তিনি আরও বলেন, নির্বাচনের ফল দেখে ভেঙে পড়লে চলবে না। ২০০৩ সালেও আমরা রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে হেরেছিলাম। কিন্তু তার কিছু মাস পরেই দিল্লির মসনদে বসে ইউপিএ সরকার। ৪০ শতাংশ মানুষ যে আমাদের চাইছেন সেদিকেও গুরুত্ব দিতে হবে আমাদের।

ভোট বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদবের কথাতেও সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং মিজোরামে লোকসভার আসন সংখ্যা ৮৩টি। শেষ লোকসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে গিয়েছিল ৬৫টি আসন। কংগ্রেস জিতেছিল মাত্র ৬টি। কিন্তু ২০২৩ বিধানসভা নির্বাচনের নিরিখে লোকসভা বিচার করলে ৬৫ আসন থেকে আরও ১৯টি আসন কমে যাবে বিজেপির। সেক্ষত্রে অবশ্যই লাভ হবে কংগ্রেসের। আর কংগ্রেস এগিয়ে রয়েছে ২৮টি আসনে। এই ট্রেন্ড বজায় থাকলে বিজেপিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে কংগ্রেস।

তাঁর পরিসংখ্যান অনুযায়ী, তেলেঙ্গানায় ১৭টি লোকসভা আসনে কংগ্রেস এগিয়ে ৯টি আসনে। মধ্যপ্রদেশের ২৯টি আসনের মধ্যে কংগ্রেস ৪ আসনে এবং বিজেপি এগিয়ে ২৫ আসনে। রাজস্থানে ২৫টি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে ১১টি আসনে। ছত্তিশগড়ে ১১টি আসনের মধ্যে কংগ্রেস ৩-৪টি আসনে এগিয়ে।

Congress: ৩ রাজ্যে ভরাডুবির পরেও কোন অঙ্কে লোকসভা নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছে কংগ্রেস?
MP: "অনেক বিধায়ক নিজেদের গ্রামেও ৫০ ভোট পাননি! এটা কিভাবে সম্ভব?": EVM কারচুপির দিকে ইঙ্গিত কমলনাথের
Congress: ৩ রাজ্যে ভরাডুবির পরেও কোন অঙ্কে লোকসভা নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছে কংগ্রেস?
SSC Scam: ২০১৬তে নিয়োগপ্রাপ্ত সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীকে নোটিশ পাঠানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in