Lok Sabha Polls 24: দীপ্সিতাকে কটাক্ষ কল্যাণের, প্রতিবাদ করায় আক্রান্ত প্রৌঢ় দম্পতি, অভিযুক্ত তৃণমূল

People's Reporter: সভায় দীপ্সিতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন কল্যাণ। তার প্রতিবাদ জানানোয় কৌশিক দত্ত নামের এক ব্যক্তির বাড়ি গিয়ে হামলা চালায় স্থানীয় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ।
দীপ্সিতা ধর ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দীপ্সিতা ধর ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছবি - সংগৃহীত

লোকসভা ভোটের আগে উত্তপ্ত শ্রীরামপুর। শ্রীরামপুর লোকসাভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধরকে নিয়ে কটাক্ষ করেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিদায়ী সাংসদের সেই মন্তব্যের প্রতিবাদ করায় এলাকার এক স্থানীয় বাসিন্দাকে আক্রান্ত হতে হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়ে পুলিশকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন দীপ্সিতা ধর।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর অভয়নগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের উল্টোদিকে নির্বাচনী সভা ছিল তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সভায় দীপ্সিতাকে নিয়ে কু-মন্তব্য করেন কল্যাণ। তার প্রতিবাদ জানান ওই এলাকার বাসিন্দা কৌশিক দত্ত। এরপর কল্যাণ সভা থেকে চলে গেলে স্থানীয় তৃণমূল কর্মীরা ওই ব্যক্তির বাড়ি গিয়ে হামলা চালায় বলে অভিযোগ।

পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, কৌশিককে চড়-ঘুষি-লাথি মারা হয়েছে। স্ত্রী রক্ষা করতে গেলে তাঁকেও আঘাত করা হয়। এমনকি, কৌশিকের বাড়ি লাগোয়া একটি দোকানে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় আহত হন কৌশিক দত্ত এবং তাঁর স্ত্রী দুজনেই। কৌশিক দত্ত স্থানীয় সিপিআইএম কর্মী হিসেবে পরিচিত।

খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থালে উপস্থিত হন স্থানীয় পঞ্চায়েত প্রধান সোনালি চক্রবর্তী। কৌশিক দত্ত অভিযোগ করেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীপ্সিতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তার প্রতিবাদ জানান তিনি এবং ‘সিপিআইএম প্রার্থীই জিতবে বলেন তিনি। সেই কারণে এই হামলা করা হয়েছে। যদিও হামলাকারীদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা পাল্টা জানিয়েছেন, মদ্যপ অবস্থায় কৌশিক অশ্লীল ভাষায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের উদ্দেশে গালিগালাজ করেছেন।

ওই এলাকায় হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নিশ্চিন্দা থানার পুলিশ। আক্রান্ত কৌশিক ও তাঁর স্ত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশই তাদের বাড়ি ফিরিয়ে দেন। এই ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন ওই দম্পতি।

এই ঘটনায় শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপ্সিতা জানান, পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নিলে তাঁরা ‘বড় পদক্ষেপ’ করবেন। এই এলাকায় গত পঞ্চায়েত ভোটের দিন ও গণনার দিন ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল শাসক তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচনের দিন ছাপ্পার পরেও গণনাকেন্দ্র থেকে পুলিশের উপস্থিতিতে বিরোধী দলের এজেন্টদের বের করে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। 

দীপ্সিতা ধর ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Lok Sabha Polls 24: তৃতীয় দফায় কমিশনের পাখির চোখ মুর্শিদাবাদ, রয়েছে বাড়তি সতর্কতা
দীপ্সিতা ধর ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Lok Sabha Polls 24: আমেঠি থেকে কংগ্রেসের প্রার্থী কে এল শর্মা, রাজীব-ঘনিষ্ঠের বিষয়ে কিছু কথা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in