Lok Sabha Polls 24: তৃতীয় দফায় রাজ্যে ৪ কেন্দ্রে ভোটগ্রহণ, মুর্শিদাবাদ নিয়ে বাড়তি সর্তকতা কমিশনের!

People's Reporter: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিল তৃণমূল। মালদা উত্তর থেকে বিজেপি এবং মালদা দক্ষিণ থেকে জিতেছিল কংগ্রেস।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকীগ্রাফিক্স আকাশ

মঙ্গলবার অর্থাৎ ৭ মে দেশে তৃতীয় দফার নির্বাচন। এদিন ১২ রাজ্যের ৯৪টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। যার মধ্যে পশ্চিমবঙ্গের ৪টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলি হল মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিল তৃণমূল। মালদা উত্তর থেকে বিজেপি এবং মালদা দক্ষিণ থেকে জিতেছিল কংগ্রেস। তবে এবারে বাড়তি নজর রয়েছে মুর্শিদাবাদ কেন্দ্রের দিকে। কারণ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

এই কেন্দ্রগুলির জন্য সতর্ক রয়েছে নির্বাচন কমিশন। কারণ নির্বাচনের দিন সন্ত্রাসের আশঙ্কা রয়েছে এই জেলাগুলিতে। বিশেষ করে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর নিয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সতর্কতা চোখে পড়ছে। গত বছর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গের ৫০ জনের বেশি প্রাণ হারিয়েছিলেন। যার অধিকাংশ ঘটেছিল মুর্শিদাবাদ জেলায়।

এই মুহূর্তে রাজ্যে ৫৯৬ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF) আছে। যার মধ্যে ৪০৬ কোম্পানি বাহিনীকে নিরাপত্তার কাজে ব্যবহার করা হবে। বাকি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রিজার্ভে রাখা হবে এবং স্ট্রংরুমের নিরাপত্তার জন্য কাজে লাগানো হবে।

৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ২৫৬ কোম্পানি বাহিনী বুথে বুথে মোতায়েন থাকবে। বাকি ১৫০ কোম্পানি ক্যুইক রেসপন্স টিম হিসেবে থাকবে। কোন বুথগুলি অতি-স্পর্শকাতর তাও চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। জঙ্গিপুর কেন্দ্রে ৭৬২টি বুথ (৪১%), মুর্শিদাবাদে ৭১৫টি (৩৭%), মালদা দক্ষিণে ৭০২টি (৪০%) এবং মালদা উত্তরে ৬৫১টি (৩৬%) বুথ অতি-স্পর্শকাতর।

মুর্শিদাবাদ কেন্দ্রে মূল লড়াই হচ্ছে সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম এবং তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ আবু তাহের খানের মধ্যে। এছাড়া বিজেপির প্রার্থী হিসেবে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গৌরী শঙ্কর ঘোষ। নির্বাচনী প্রচারে সমস্ত এলাকা চষে ফেলে ইতিমধ্যেই সাড়া জাগিয়েছেন বাম প্রার্থী মহম্মদ সেলিম।

জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কিছুটা হলেও তৃণমূল এগিয়ে রয়েছে। কারণ ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ খলিলুর রহমান। এছাড়া ২০২১ বিধানসভাতেও ভালো ফল করেছিল তৃণমূল। তাঁর বিরুদ্ধে লড়াই করবেন কংগ্রেসের মুর্তাজা হোসেন (বকুল) এবং বিজেপির ধনঞ্জয় ঘোষ। এবার মুর্শিদাবাদ জেলা জুড়ে বাম কংগ্রেসের জোট এককাট্টা হয়ে কাজ করায় এই কেন্দ্রে ফলাফল ঘোরানোর আশায় বিরোধীরা।

২০১৯ সালে মালদা দক্ষিণ আসনটি জিতেছিল কংগ্রেস। সেই আসন ধরে রাখাই এবার চ্যালেঞ্জ কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর কাছে। তাঁর লড়াই তৃণমূলের শাহনওয়াজ আলি রেহান এবং বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীর সাথে। যদিও এবার নির্বাচনী প্রচার থেকে গণিখান পরিবারের সদস্য তৃণমূল নেত্রী মৌসম বেনজির নূরের কার্যত বসে যাওয়াতে কংগ্রেস অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

মালদা উত্তর কেন্দ্রেও ত্রিমুখী লড়াই হতে চলেছে। এই কেন্দ্রে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদায়ী সাংসদ খগেন মুর্মু, তৃণমূলের টিকিটে লড়ছেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন ব্যানার্জি এবং কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম।

ছবি - প্রতীকী
Lok Sabha Polls 24: হারানো জমি ফিরে পাবে CPIM! গতবারের থেকে আসন সংখ্যা অনেক বাড়বে, আশা রিপোর্টে
ছবি - প্রতীকী
Lok Sabha Polls 24: আমেঠিতে কংগ্রেসের দলীয় অফিসে ভাঙচুর, ২ বিজেপি নেতা সহ মোট ১০ জনের বিরুদ্ধে FIR!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in