তিনি ৭৮ বছর বয়সী তিতর সিং। পেশায় দিনমজুর। রাজস্থান নিবাসী এই ব্যক্তির জীবনের একমাত্র নেশা নির্বাচনে লড়াই করা। আর যে নেশার জেরে এই নিয়ে ৩২ তম বার তিনি নির্বাচনী লড়াইতে নেমেছেন রাজ্যের শ্রীকরণপুর বিধানসভা কেন্দ্র থেকে। অবশ্য এর আগে তিনি ৩১ বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও একবারও জয়ী হতে পারেননি। এখনও পর্যন্ত ৩১ বারই তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
রাজস্থান থেকে পঞ্চায়েত সমিতি, সরপঞ্চ, বিধানসভা এবং লোকসভায় তিনি নির্দল প্রার্থী হিসেবে এর আগে ৩১ বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। স্থানীয়দের বক্তব্য অনুসারে এর আগে বহুবার তিনি নিজের পালিত পশু বিক্রি করে নির্বাচনের খরচ জুগিয়েছেন।
এখনও পর্যন্ত তিতর সিং লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১০ বার। বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১০ বার এবং ১১ বার সরপঞ্চ ও পঞ্চায়েত সমিতি নির্বাচনে।
তিতর সিং-এর জমা দেওয়া নির্বাচনী হলফনামা অনুসারে বর্তমানে তাঁর বয়স ৭৮ বছর। তাঁর তিন মেয়ে, দুই ছেলে এবং নাতিনাতনি আছে। তাঁর নিজের কোনও জমি নেই। নেই কোনও গাড়ি বা ঘোড়া। ব্যাঙ্কে ২,৫০০ টাকা গচ্ছিত আছে।
রাজস্থানের শ্রী করণপুরা বিধানসভা কেন্দ্রের ২৫ এফ গুলাবওয়ালা রোডে থাকেন তিতর সিং। নির্বাচনে বারবার প্রতিদ্বন্দ্বিতা করা প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হলে তিতর সিং জানান, তিনি কোনও রেকর্ড তৈরি করা বা জনপ্রিয়তা তৈরির উদ্দেশ্যে নির্বাচনে লড়াই করছেন না। তিনি নির্বাচনে লড়াই করছেন শুধুমাত্র একজন নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য।
স্থানীয়দের বক্তব্য অনুসারে, যুবক বয়স থেকেই নির্বাচনে লড়াই করছেন তিতর সিং। যুবক বয়সে এক জমি বন্টনে তাঁর সঙ্গে বঞ্চনা করা হয়। তিনি যে অঞ্চলের বাসিন্দা সেই অঞ্চলের বহু মানুষই সরকারি জমি বন্টনে প্রাপ্য জমি থেকে বঞ্চিত হন। এরপর থেকেই তিনি নিজের অধিকারের দাবিতে নির্বাচনে লড়াই শুরু করেন।
তিতর সিং জানিয়েছেন, দিনমজুর হিসেবে মনরেগাতে কাজ করা ছাড়াও তিনি পেনশন পান এবং তা থেকেই তাঁর দিন গুজরান হয়। যদিও নির্বাচনী প্রচারে তিনি কোনও পয়সা খরচ করেন না।
৭৮ বছর বয়সী তিতর সিং-এর কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না থাকলেও সোমবার তাঁর মনোনয়ন জমা দেবার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন