প্রথম দুই দফায় বাংলার ছ'টি লোকসভা কেন্দ্রে প্রায় ২ হাজার স্পর্শকাতর বুথের তালিকা প্রকাশ কমিশনের  

People's Reporter: এছাড়াও মুর্শিদাবাদের নতুন ডিআইজির নামও ঘোষণা করল নির্বাচন কমিশন। মুকেশের বদলে ওই জায়গায় আনা হল সৈয়দ ওয়াকার রাজাকে।
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনফাইল ছবি সংগৃহীত
Published on

দু’দিন পর শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। তার আগে প্রথম দুই দফার স্পর্শকাতর বুথের তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কার্যালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী ওই ছ’টি লোকসভা কেন্দ্রে মোট ১,৮৬২ টি স্পর্শকাতর বুথ রয়েছে।

আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। প্রথম দফায় ভোট হবে উত্তরবঙ্গের তিন কেন্দ্র – জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। প্রকাশিত ওই তালিকায় শীর্ষে রয়েছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট স্পর্শকাতর বুথের সংখ্যা ৩৯১ টি। এছাড়া কোচবিহারে ১৯৬ টি ও আলিপুরদুয়ারে ১৫৯ টি স্পর্শকাতর বুথ।

অন্যদিকে, ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। সেদিন ভোট রয়েছে উত্তরবঙ্গের আরও তিন কেন্দ্রে -  রায়গঞ্জ, দার্জিলিং এবং বালুরঘাটে। দ্বিতীয় দফার ভোটে স্পর্শকাতর বুথের তালিকায় প্রথমে রয়েছে রায়গঞ্জ। ওই কেন্দ্রে মোট স্পর্শকাতর বুথের সংখ্যা ৪০৮ টি। এছাড়াও দার্জিলিংয়ে ৪০০ টি এবং বালুরঘাটে ৩০৮ টি।

এছাড়াও মুর্শিদাবাদের নতুন ডিআইজির নামও ঘোষণা করল নির্বাচন কমিশন। মুকেশের বদলে ওই জায়গায় আনা হল সৈয়দ ওয়াকার রাজাকে। জানা গেছে, মুর্শিদাবাদের নতুন ডিআইজি ২০০৮ –এর আইপিএস ব্যাচে। রাজা বর্তমানে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার, ক্রাইম পদে ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার মুর্শিদাবাদের ডিআইজি পদ থেকে শ্রী মুকেশকে সরিয়েছিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে চিঠি দেয় নির্বাচন কমিশন। সেই নির্দেশে বলা হয়েছে, মুর্শিদাবাদের ডিআইজি শ্রী মুকেশকে তাঁর পদ থেকে সরিয়ে ভোটের সঙ্গে যুক্ত নয় এমন পদে বদলি করতে হবে। পাশাপাশি, ডিআইজি পদের জন্য তিনটি নাম পাঠানোর নির্দেশ দিয়েছিল কমিশন।

সেই তিনজনের মধ্যে একজনকে ডিআইজি পদে আনা হবে বলে নির্দেশ কমিশনের। সেই তিনজনের মধ্যে সৈয়দ ওয়াকার রাজাকে আনা হল নতুন ডিআইজি হিসাবে।

নির্বাচন কমিশন
TMC Manifesto: ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধি, ফ্রী সিলিন্ডার, CAA বিলুপ্তি - ‘দিদির শপথ’-এ বহু চমক
নির্বাচন কমিশন
Lok Sabha Polls 24: ১৫০ আসনের মধ্যেই থামবে বিজেপির দৌড়! অখিলেশকে পাশে নিয়ে চ্যালেঞ্জ রাহুলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in