এখনই করোনা টিকার বুস্টার ডোজের দরকার নেই, মত WHO -র

প্রসঙ্গত, কিছুদিন আগেই এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, ডেল্টা প্রজাতিকে রুখতে তৃতীয় বুস্টার ডোজের প্রয়োজন পড়বে
হু-র ডিরেক্টর জেনারেল টেড্রস
হু-র ডিরেক্টর জেনারেল টেড্রসফাইল ছবি সংগৃহীত
Published on

সেপ্টেম্বর পর্যন্ত করোনা টিকার বুস্টার ডোজ বন্ধ রাখা উচিত। অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলিতে টিকা সরবরাহ করুক ভ্যাকসিন নির্মাতা কোম্পানিগুলি। এমনই বার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসাস। করোনার ডেল্টা প্রজাতি রুখতে ভ্যাকসিনের তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার শট দরকার। এমনটাই দাবি করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ। সেই প্রসঙ্গেই এই বার্তা হু প্রধানের।

টেড্রস সাংবাদিক বৈঠকে বলেন, 'প্রত্যেক দেশ তাদের নাগরিকদের নিয়ে উদ্বিগ্ন। তাঁদের ডেলটা ভ্যারিয়্যান্টের হাত থেকে রক্ষা করতে চাইছে। কিন্তু বিশ্বে উৎপাদিত টিকার সিংহভাগ যে দেশগুলি পায়, তারাই আরও টিকা ব্যবহার করুক, এটা সম্ভব নয়। কারণ বহু দেশ এখনও টিকা পায়নি। সেখানকার বহু মানুষ অসুরক্ষিত রয়েছেন।' তিনি চান প্রতিটা দেশে টিকাকরণ পর্ব আগে শেষ হোক।

প্রসঙ্গত ,কিছুদিন আগেই এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, ডেল্টা প্রজাতিকে রুখতে তৃতীয় বুস্টার ডোজের প্রয়োজন পড়বে। ইতিমধ্যেই বুস্টার ডোজের ট্রায়ালও শুরু হয়ে গিয়েছে।

অতিমারি শেষ কবে? প্রশ্নের উত্তরে ট্রেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসাস বলেন, 'বিশ্ব চাইলেই অতিমারি শেষ হবে। এই বিষয়টি আমাদের হাতেই রয়েছে। আমরা যদি চাই তবে পরীক্ষা করাতে পারি। সেরে উঠতেই পারি'।

জানা গিয়েছে, গত চার সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছ'টি রিজিয়নের পাঁচটিতে প্রায় ৮০ শতাংশ হারে বেড়েছে সংক্রমণ। অর্থাৎ আক্রান্ত বেড়েছে প্রায় দ্বিগুণ। ভারতেও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছিল অনেকটাই। তবে বর্তমানে ডেল্টা ভ্যারিয়ান্টের ঘন ঘন রূপ পরিবর্তন উদ্বেগে রেখেছে হু'কে। এর সংক্রমণ বাড়ছে দ্রুত। তা নিয়ে গবেষণা চালাচ্ছে হু।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in