WHO: কোভিডের চেয়েও মারাত্মক মহামারীর জন্য প্রস্তুত থাকুন, সতর্কতা হু'র

WHO প্রধান বলেন, 'কোভিড-১৯ মহামারী এখনো পুরোপুরি শেষ হয়নি। কোভিডের আরও একটি ভ্যারিয়েন্ট উদ্ভব হওয়ার সম্ভাবনা থেকে গেছে, যা রোগ এবং মৃত্যুর নতুন স্রোত বয়ে আনতে পারে।’
হু প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস
হু প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাসফাইল ছবি

কোভিড-১৯ এর রেশ এখনও পুরোপুরি কাটেনি। এরই মাঝে পরবর্তী মহামারীর জন্য সকলকে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস (Tedros Adhanom Ghebreyesus)।

এক সতর্ক বার্তায় তিনি বলেন, বিশ্বকে অবশ্যই পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত হতে হবে। এই মহামারী কোভিড-১৯ এর চেয়েও মারাত্মক হতে পারে বলে। এমন এক সময়ে তিনি এই সতর্কতা জারি করলেন যখন বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে WHO প্রধান বলেন, 'কোভিড-১৯ মহামারী এখনো পুরোপুরি শেষ হয়নি। কোভিড-১৯ এর আরও একটি ভ্যারিয়েন্ট উদ্ভব হওয়ার সম্ভাবনা থেকে গেছে, যা রোগ এবং মৃত্যুর নতুন স্রোত বয়ে আনতে পারে। এ ছাড়া আরো একটি নতুন ধরনের ভাইরাসও হানা দিতে পারে, যা কোভিডের থেকে আরও মারাত্মক।’

তিনি সকলকে সতর্ক করে বলেন, পরবর্তী মহামারি প্রতিরোধের জন্য আমাদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। আর, তা নিয়ে আলোচনা শুরু করে দেওয়ার সময় এসে গেছে। আমাদের সকলকে সম্মিলিত ভাবে সেই অতিমারি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।'

তিনি জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অধীনে স্বাস্থ্য-সম্পর্কিত লক্ষ্যগুলোর জন্য কোভিড-১৯-এর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। ধারণা করা হচ্ছে, ২০৩০ সাল পর্যন্ত এর প্রভাব থাকতে পারে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in