WB Covid Update: দৈনিক সংক্রমণ কমলেও শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ৩৬

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা, ২৭৭ জন সংক্রমিত সেখানে। দ্বিতীয়স্থানে উত্তর ২৪ পরগনা সংক্রমিত ২৩৮ জন। তৃতীয় স্থানে দার্জিলিং, সংক্রমিত ১৩৬ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ২১ হাজার ১৪৬।
২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ৩৬
২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ৩৬প্রতীকী ছবি সংগৃহীত
Published on

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১৬ জন। যা বিগত কয়েকদিনের তুলনায় কম। তবে মৃত্যুর হার উদ্বেগ বাড়াচ্ছে রাজ্য প্রশাসনের। গত ২৪ ঘণ্টায় ভাইরাস প্রাণ কেড়েছে ৩৬ জনের।

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা, ২৭৭ জন সংক্রমিত সেখানে। দ্বিতীয়স্থানে উত্তর ২৪ পরগনা সংক্রমিত ২৩৮ জন। তৃতীয় স্থানে দার্জিলিং, সংক্রমিত ১৩৬ জন। এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ ২ হাজার ১৬৯ জন করোনা আক্রান্ত হয়েছেন রাজ‍্যে। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ২১ হাজার ১৪৬। ভাইরাসে রাজ‍্যে মোট ২০ হাজার ৭২৩ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের তুলনায় সুস্থতা অনেকটাই বেশি। যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। দৈনিক ২ হাজার ৬১৪ জন করোনাকে হারিয়েছেন। কোভিডজয়ীর মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৬০ হাজার ৩০০ জন। সুস্থতার হার ৯৭.৯১ শতাংশ।

করোনা মোকাবিলায় টেস্ট এবং টিকাকরণের উপর জোর দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা হয়েছে। যদিও তা বুধবারের তুলনায় অনেকটাই কম। এখনও পর্যন্ত ২ কোটি ৩৩ লক্ষ ৭৫ হাজার ১৪৫টি টেস্ট হয়েছে। পজিটিভিটি রেট ৩.৯৪ শতাংশ। এদিন মোট ২ লক্ষ ৭০ হাজার ১২৫ জন টিকা নিয়েছেন। ২৯ হাজার ৬২১ জন প্রথম ডোজ এবং বাকি ২ লক্ষ ৪ হাজার ৭৬০ জন দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন।

২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ৩৬
Assam: নিজেকে ‘ভারতীয়’ প্রমাণ করতে ১৮ বছর আইনি লড়াই, অবশেষে আত্মহত্যা করলেন বৃদ্ধ মানিক দাস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in