

চিকিৎসক না থাকায় বেঘোরে প্রাণ হারালেন ১২ জন কোভিড রোগী। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুললেন রোগীর পরিবারের সদস্যরা। ঘটনাস্থল অসমের গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। রোগীদের পরিবারের অভিযোগ, রাতে হাসপাতালে কোনও চিকিৎসক ছিলেন না।
যদিও কলেজের সুপার ডা. অভিজিৎ শর্মা জানিয়েছেন, ১২ জনের মধ্যে ন’জন রোগী আইসিইউ-তে ভর্তি ছিলেন। বাকিরা সাধারণ ওয়ার্ডে ছিলেন। সবারই অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের নীচে ছিল। আইসিইউয়ের রোগীদের অন্য শারীরিক সমস্যাও ছিল। আশঙ্কাজনক শারীরিক অবস্থা নিয়েই সবাই হাসপাতালে আসেন। অক্সিজেন সাপোর্ট দেওয়ার পরেও বিশেষ উন্নতি হয়নি। তাছাড়া, মৃতদের কেউই টিকা নেননি।
এই ঘটনার পরে অসমের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহান্ত মেডিক্যাল কলেজে গিয়ে চিকিৎসক ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেও রোগীদের পরিবারের অভিযোগ নিয়ে মুখ খোলেননি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন