রাজ্যে কোভ্যাকসিন সংকট সাময়িক মেটার সম্ভাবনা

বৃহস্পতিবার থেকে কলকাতায় নেই কোভ্যাকসিন। আর তাতেই নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। প্রতিদিন লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকা। চাহিদা মেটাতে কলকাতায় মজুত উত্তর পূর্ব রাজ্যের ভ্যাকসিন এল বাগবাজার স্টোরে।
রাজ্যে কোভ্যাকসিন সংকট সাময়িক মেটার সম্ভাবনা
ছবি প্রতীকী সংগৃহীত

অবশেষে আপাতত মিটতে চলেছে কোভ্যাকসিন সংকট। জানা গেছে সোমবারই রাজ্যে কোভ্যাকসিন সংকট মেটাতে প্রায় দেড় লক্ষ ভ্যাকসিন কেন্দ্রীয় সরকারের স্টোর থেকে রাজ্য সরকারের স্টোরে এসে পৌঁছেছে। এই পরিমাণ ভ্যাকসিনে সাময়িক সংকট মেটানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। সম্ভবত, আগামীকাল থেকেই কোভ্যাকসিন দেবার কাজ শুরু হতে পারে।

গত বৃহস্পতিবার থেকে কলকাতায় নেই কোভ্যাকসিন টিকা। আর তাতেই নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। প্রতিদিন লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকা। তাই এবার চাহিদা মেটাতে কলকাতায় মজুত উত্তর পূর্ব রাজ্যের ভ্যাকসিন পাঠানো হল বাগবাজার স্টোরে। সোমবার কলকাতার হেস্টিংস এলাকায় কেন্দ্র সরকারের মেডিক্যাল স্টোর ৯, ক্লাইভ রো থেকে ৫৪১বি রবীন্দ্র সরণিতে অবস্থিত রাজ্য সরকারের বাগবাজারের ভ্যাকসিন স্টোরে টিকা এসে পৌঁছায়। উল্লেখ্য, হেস্টিংসের কেন্দ্রীয় সরকারের এই মেডিক্যাল স্টোরে মূলত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য টিকা মজুত রাখা হয়।

গত সপ্তাহে রাজ্যে প্রায় দেড় লক্ষ কোভ্যাক্সিনের প্রয়োজন ছিল। শুধু কলকাতার জন্য ৭৫ হাজার কোভ্যাক্সিন প্রয়োজন বলে জানান কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। চলতি মাসে দু’দফায় প্রায় আড়াই লক্ষ কোভ্যাক্সিন আসার কথা থাকলেও শেষ মুহুর্তে তা বাতিল হয়ে যায় বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। তাতেই রাজ্যের টিকা-সঙ্কট চরমে ওঠে। সেই অভাব মেটাতে কেন্দ্রীয় সরকার মূলত এই সিদ্ধান্ত নেয়। সুদূর হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন মাত্র ১০ কিলোমিটার পাড়ি দিয়ে রাজ্যের ভাঁড়ারে এসে পৌঁছায়। প্রসঙ্গত, অন্যান্য বার বিমানে কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছয় টিকা। সেখান থেকে গাড়ি করে আসে রাজ্য সরকারের বাগবাজারের স্টোরে।

উল্লেখ্য, ২০ জুলাই রাজ্যে শেষবার কোভ্যাক্সিন এসেছিল। ওই সময় ৪০ হাজার ডোজ এসেছিল। ওই সপ্তাহেই আরও এক লক্ষের উপর কোভ্যাক্সিন আসার কথা থাকলেও তা আসেনি। কোভ্যাক্সিনের অভাব থাকায় রাজ্যের বহু কেন্দ্রে টিকা দেওয়া বন্ধ করা হয়। এই অবস্থায় সোমবার যে পরিমাণ টিকা আসছে তাতে সাময়িক টিকা সঙ্কট মিটবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন জেলায় কোভ্যাক্সিনের অভাব মেটাতে সোমবারই জেলায় জেলায় টিকা বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য দফতরের।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in