মহারাষ্ট্রে ১২ শিশুকে পোলিও-র বদলে স্যানিটাইজারের ফোঁটা

মুম্বাই থেকে ৭০০ কিমি দূরে যবতমাল জেলার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রবিবার এই ঘটনা ঘটে। বলাইবাহুল্য প্রতিটি শিশুর বয়স ৫ বছরের মধ্যে। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে তারা বর্তমানে সঙ্কটমুক্ত।
মহারাষ্ট্রে ১২ শিশুকে পোলিও-র বদলে স্যানিটাইজারের ফোঁটা
ছবি প্রতীকী, ইন্ডিয়া প্রিন্ট-এর সৌজন্যে

পোলিয়ো-র বদলে স‍্যানিটাইজারের ফোঁটা দেওয়া হলো ১২ জন শিশুর মুখে। এরা প্রত‍্যেকেই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে‌। চূড়ান্ত অবহেলার এই নিদর্শন পাওয়া গেল মহারাষ্ট্রে।

মুম্বাই থেকে ৭০০ কিমি দূরে যবতমাল জেলার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রবিবার এই ঘটনা ঘটে। বলাইবাহুল্য প্রতিটি শিশুর বয়স ৫ বছরের মধ্যে। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে তারা বর্তমানে সঙ্কটমুক্ত।

যবতমাল জেলা পরিষদের সিইও শ্রীকৃষ্ণ পাঞ্চাল জানিয়েছেন, ১২ জন শিশুর মধ্যে একজন পোলিয়ো দেওয়ার পর লাগাতার বমি করছিল। পোলিয়ো খাওয়ার পর এমন হয় ভেবে প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি, পরে অসুস্থ শিশুর সংখ‍্যা বাড়ায় বিষয়টি নজরে আসে। তাদের তখনই যবতমাল সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তাদের অবস্থা এখন স্থিতিশীল এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে তিনজনের গাফিলতির ফলে এই ঘটনা ঘটেছে। এঁদের মধ্যে একজন চিকিৎসক, একজন অঙ্গনওয়াড়ি কর্মী ও একজন আশাকর্মী রয়েছেন। এই তিনজনই ওইসময় স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত ছিলেন। তদন্ত শুরু হয়েছে এবং তিনজনকেই সাময়িকভাবে বরখাস্ত করার নোটিশ জারি হবে শীঘ্রই।

অন‍্য এক অফিসারের কথায়, ঘটনাটি যখন ঘটে তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গ্রামের সরপঞ্চ। তিনি শিশিগুলো পরীক্ষা করার সময় জানতে পারেন যে তাতে পোলিয়ো নয়, স‍্যানিটাইজার রয়েছে। এরপর তিনিই বিষয়টি প্রকাশ‍্যে এনে প্রশাসনের উচ্চপর্যায়ে অভিযোগ জানান।

অপরদিকে এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। গাফিলতির জন‍্য দায়ী ব‍্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in