Dengue: শেষ তিন বছরে রাজ্যে রেকর্ড ডেঙ্গু সংক্রমণ! নয়া রিপোর্টে উদ্বেগে নবান্ন

উত্তর ২৪ পরগনা ও কলকাতার পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। সবমিলিয়ে ২০২২ সালে প্রায় ৬০০০ জন ডেঙ্গু সংক্রামিত হয়েছেন উত্তর ২৪ পরগনাতে।
রাজ্যে বাড়ছে ডেঙ্গু
রাজ্যে বাড়ছে ডেঙ্গুগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

স্বাস্থ্য দপ্তরের দেওয়া ডেঙ্গুর পরিসংখ্যানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। শেষ ৩ বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিল চলতি বছরের ডেঙ্গু সংক্রমণ। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি বছরে রাজ্যে ৩০ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

যতদিন যাচ্ছে রাজ্যে ডেঙ্গু পরিস্থিতির তত অবনতি ঘটছে। ইতিমধ্যেই গোটা রাজ্যে ৩৩ হাজার জন আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনা ও কলকাতার পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। সবমিলিয়ে ২০২২ সালে প্রায় ৬০০০ জন ডেঙ্গু সংক্রামিত হয়েছেন উত্তর ২৪ পরগনাতে। যার মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত গত ১  সপ্তাহেই ১২০০-র বেশি ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে।

কলকাতায় এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৬০৬ জন। মোট ৩ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন। হাওড়ার পরিস্থিতিও প্রায় একই। চলতি বছরে হাওড়াতে ডেঙ্গু আক্রান্ত হন প্রায় ৪ হাজার জন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ২০১৯ সালে ৩১ হাজারের কিছু বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। যা এই বছর ছাপিয়ে গেছে।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের সমস্ত পুরসভাগুলিকে সতর্ক করা হয়েছে। কড়া হাতে ডেঙ্গু মোকাবিলা করতে হবে। নিয়মিত নর্দমাগুলি পরিষ্কার করতে হবে। ডেঙ্গু পরিদর্শনের জন্য যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা ঠিকমতো কাজ করছে কিনা তা স্থানীয় কাউন্সিলরদের খতিয়ে দেখতে হবে।

অন্যদিকে, রবিবার বিধাননগর পুরনিগমের উদ্যোগে একাধিক জায়গায় চলে প্রচারাভিযান। যাঁরা বাড়িতে থাকেন না তাঁদের বাড়িতেও ব্লিচিং, রাসায়নিক তেল স্প্রে করা হয়েছে। শাসক দলের এক কাউন্সিলর বলেন, যাঁরা বর্তমানে বিভিন্ন কারণে বাড়ি ছেড়ে অন্যত্র থাকছেন তাঁদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

রাজ্যে বাড়ছে ডেঙ্গু
Siliguri: ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, স্বাস্থ্যসাথী কার্ডেও মিলছে না পরিষেবা - ক্ষোভের মুখে গৌতম দেব

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in