
স্বাস্থ্য দপ্তরের দেওয়া ডেঙ্গুর পরিসংখ্যানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। শেষ ৩ বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিল চলতি বছরের ডেঙ্গু সংক্রমণ। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি বছরে রাজ্যে ৩০ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
যতদিন যাচ্ছে রাজ্যে ডেঙ্গু পরিস্থিতির তত অবনতি ঘটছে। ইতিমধ্যেই গোটা রাজ্যে ৩৩ হাজার জন আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনা ও কলকাতার পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। সবমিলিয়ে ২০২২ সালে প্রায় ৬০০০ জন ডেঙ্গু সংক্রামিত হয়েছেন উত্তর ২৪ পরগনাতে। যার মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত গত ১ সপ্তাহেই ১২০০-র বেশি ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে।
কলকাতায় এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৬০৬ জন। মোট ৩ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন। হাওড়ার পরিস্থিতিও প্রায় একই। চলতি বছরে হাওড়াতে ডেঙ্গু আক্রান্ত হন প্রায় ৪ হাজার জন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ২০১৯ সালে ৩১ হাজারের কিছু বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। যা এই বছর ছাপিয়ে গেছে।
নবান্ন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের সমস্ত পুরসভাগুলিকে সতর্ক করা হয়েছে। কড়া হাতে ডেঙ্গু মোকাবিলা করতে হবে। নিয়মিত নর্দমাগুলি পরিষ্কার করতে হবে। ডেঙ্গু পরিদর্শনের জন্য যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা ঠিকমতো কাজ করছে কিনা তা স্থানীয় কাউন্সিলরদের খতিয়ে দেখতে হবে।
অন্যদিকে, রবিবার বিধাননগর পুরনিগমের উদ্যোগে একাধিক জায়গায় চলে প্রচারাভিযান। যাঁরা বাড়িতে থাকেন না তাঁদের বাড়িতেও ব্লিচিং, রাসায়নিক তেল স্প্রে করা হয়েছে। শাসক দলের এক কাউন্সিলর বলেন, যাঁরা বর্তমানে বিভিন্ন কারণে বাড়ি ছেড়ে অন্যত্র থাকছেন তাঁদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন