
ফের বিপাকে রামদেব। খাদ্য সুরক্ষা দফতর (FSSAI) বাজার থেকে পতঞ্জলির নির্দিষ্ট ব্যাচের ৪ টন লঙ্কার গুঁড়ো তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। ফলে বড়সড়ো ধাক্কা খেল পতঞ্জলি ফুডস।
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-এর তরফে বিবৃতিতে বলা হয়েছে, “নমুনা পরীক্ষা করে দেখা গেছে, পণ্যগুলিতে কীটনাশকের অবশিষ্টাংশের সর্বোচ্চ অনুমোদিত সীমা ছাড়িয়ে গেছে। তাই এগুলো বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।" সাধারণত, FSSAI লাল লঙ্কার গুঁড়ো-সহ বিভিন্ন খাদ্য পণ্যে কীটনাশকের অবশিষ্টাংশের সর্বাধিক সীমা (MRLs) নির্ধারণ করে।
সোমবার এক বিবৃতিতে পতঞ্জলি ফুডস নির্বাহী সংস্থার প্রধান সঞ্জীব আস্থানা এই নিয়ে বলেন, “পতঞ্জলি ফুডস ৪ টন লাল লঙ্কার গুঁড়োর ছোটো প্যাকেট (২০০ গ্রাম প্যাকেট) বাজার থেকে তুলে নিয়েছে”। পাশাপাশি, গ্রাহকদের পণ্যটি ফেরত দিয়ে সম্পূর্ণ টাকা ফেরত নেওয়ার আহ্বানও জানিয়েছেন।
সঞ্জীব আস্থানা আরও বলেন, “সংস্থা এই খবর পাওয়ার পরই দ্রুত ডিস্ট্রিবিউটরদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। গ্রাহকদের কাছে দ্রুত পৌঁছানোর জন্য বিজ্ঞাপনও প্রকাশ করেছে সংস্থা। পণ্য় কেনার পরিবর্তে গ্রাহকদের তা ফেরত দিতে বলা হয়েছে। পুরো অর্থ ফেরত পাবেন গ্রাহকরা। কোম্পানি সব পণ্যের সর্বোচ্চ গুণগত মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ”।
পতঞ্জলি আয়ুর্বেদ গ্রুপের পতঞ্জলি ফুডস (যা আগে রুচি সোয়া নামে পরিচিত ছিল) ভারতের শীর্ষ এফএমসিজি কোম্পানিগুলির মধ্যে হল একটি। এটি ভোজ্য তেল, খাদ্য, এফএমসিজি, বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদন খাতে ব্যবসা করে। এছাড়া সংস্থাটি পতঞ্জলি, রুচি গোল্ড, নিউট্রেলা ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের অধীনে পণ্য বিক্রি করে।
উল্লেখ্য, গত বছর অন্য দুই মশলা প্রস্তুতকারক সংস্থা এমডিএইচ এবং এভারেস্টে ক্ষতিকারক ইথিলিন অক্সাইডের অস্তিত্ব পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন