

ফিজিওথেরাপিস্টরা ডাক্তার নন। তাঁরা তাঁদের নামের আগে 'ডক্টর’ লিখতে পারবেন না। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের সর্বোচ্চ কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (DGHS)-এর তরফে। নির্দেশিকায় জানানো হয়েছে, 'ডক্টর' ব্যবহারে রোগীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)-কে লেখা এক চিঠিতে ডিজিএইচএস জানিয়েছে, নতুন প্রণীত ‘কম্পিটেন্সি বেসড কারিকুলাম ফর ফিজিওথেরাপি, ২০২৫’-এ ওই শব্দ ব্যবহারের সুযোগ রাখা হয়েছিল। কিন্তু এই নিয়ে আপত্তি জানিয়েছে একাধিক সংস্থা। বিশেষত, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (IAPMR) এবং অন্যান্য চিকিৎসক সংগঠন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ফিজিওথেরাপিস্টরা কখনওই স্বতন্ত্রভাবে প্রাথমিক চিকিৎসক নন। তাঁদের কাজ চিকিৎসকের পরামর্শ ও রেফারেলের ভিত্তিতেই হওয়া উচিত।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এর আগে একাধিক আদালত এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে। জানানো হয়েছে, ২০০৩ সালে পাটনা হাইকোর্ট, ২০২০ সালে বেঙ্গালুরুর একটি আদালত এবং ২০২২ সালে মাদ্রাজা হাইকোর্ট এটা স্পষ্ট করে দিয়েছিল। সবক্ষেত্রেই রায়তে বলা হয়েছিল, 'ডক্টর' কেবলমাত্র স্বীকৃত মেডিক্যাল ডিগ্রিধারী চিকিৎসকদের জন্য বরাদ্দ। এছাড়া তামিলনাড়ু মেডিক্যাল কাউন্সিলও একই বার্তা দিয়ে একাধিকবার পরামর্শ জারি করেছে।
চিঠিতে আইনের কথা উল্লেখ করেও সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে, ইন্ডিয়ান মেডিক্যাল ডিগ্রি অ্যাক্ট ১৯১৬ অনুযায়ী, চিকিৎসা ডিগ্রি ছাড়া এই উপাধি ব্যবহার করা বেআইনি। ফলে যাঁরা জোর 'ডক্টর’ ব্যবহার করবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
শুধু নিষেধাজ্ঞা জারি করেই থেমে থাকেনি কর্তৃপক্ষ। DGHS জানিয়েছে, ফিজিওথেরাপি স্নাতকদের জন্য অন্য কোনও 'উপযুক্ত ও সম্মানজনক শিরোনাম' ব্যবহার করা যেতে পারে। তবে তা এমন হতে হবে যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হন এবং পরিষ্কারভাবে চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের ভূমিকা আলাদা বোঝা যায়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন