Covid-19: বছরের শেষেই আসতে চলেছে ফাইজারের কোভিড ওরাল পিল
ছবি- ইয়াহু

Covid-19: বছরের শেষেই আসতে চলেছে ফাইজারের কোভিড ওরাল পিল

এই ওষুধটি শরীরে এনজাইম তৈরি করবে। যা ভাইরাসের সংক্রমণে মানব শরীরের ক্ষতিগ্রস্ত সেলকে পুনর্গঠিত করবে।
Published on

কোভিড ১৯-এর সঙ্গে লড়তে এবার আসতে চলেছে ফাইজারের ওরাল পিল। মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজারের সিইও আলবার্ট বৌরলা জানিয়েছেন, চলতি বছরের শেষেই ওষুধটি তৈরি হয়ে যাবে।

শেষ মুহুর্তের ট্রায়াল চলছে এই ওরাল পিলটির। মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রথম কোভিড ১৯ ভ্যাকসিন তৈরি করেছিল জার্মান বায়োএনটেকের সাহায্যে। মার্চ মাসেই নতুন অ্যান্টিভাইরাল থেরাপির জন্য এই ওরাল মেডিসিনের ক্লিনিকাল ট্রায়ালও শুরু হয়ে গিয়েছে।

এই ওষুধটি শরীরে এনজাইম তৈরি করবে। যা ভাইরাসের সংক্রমণে মানব শরীরের ক্ষতিগ্রস্ত সেলকে পুনর্গঠিত করবে। বৌরলা আরও জানিয়েছেন, ক্লিনিকাল ট্রায়াল ভালোভাবে হলে এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন মিললেই মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধটি সরবরাহ করা হবে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in