Diabetes: আর রক্ত দিতে হবে না, এবার গলার স্বর শুনেই শরীরে ডায়াবেটিসের হদিস দেবে AI মডেল

People's Reporter: বিজ্ঞানীদের মতে, ডায়াবেটিস নির্ধারণের বিষয়ে পুরুষদের ক্ষেত্রে ৮৬ শতাংশ এবং মহিলাদের ক্ষেত্রে ৮৯ শতাংশ অ্যাকুরেসি দিতে পারে এই AI মডেল।
Diabetes: আর রক্ত দিতে হবে না, এবার গলার স্বর শুনেই শরীরে ডায়াবেটিসের হদিস দেবে AI মডেল
প্রতীকী ছবি সংগৃহীত

এবার ডায়াবেটিস নির্ধারণেও আসতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর কেরামতি। ডায়াবেটিস আছে কি না, তা জানার জন্য আর রক্ত নেওয়ার প্রয়োজন পড়বে না। এবার মানুষের গলার স্বর শুনেই AI মডেল বলে দেবে ওই ব্যক্তির ডায়াবেটিস আছে কি না, তাও আবার ৮৯ শতাংশ যথার্থতার সঙ্গে। সম্প্রতি এমন দাবি করলেন আমেরিকার ক্লিক গবেষণাগারের গবেষকরা। তাঁদের সমীক্ষার মাধ্যমে প্রযুক্তির সাহায্যে ডায়াবেটিস নির্ধারণ আরও কয়েক ধাপ এগিয়ে যাবে বলে বিশ্বাস বিজ্ঞানীদের।

সম্প্রতি ‘Mayo Clinic Proceedings: Digital Health’ জার্নালে প্রকাশিত রিপোর্ট বলছে, ক্লিক গবেষণাগারের বিজ্ঞানীরা সাম্প্রতিককালে ডায়াবেটিস নির্ধারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে একটি সমীক্ষা করেন। সেই সমীক্ষায় ২৬৭ জন মানুষ স্বেচ্ছায় অংশগ্রহণ করে্ন। অংশগ্রহণকারীদের মধ্যে কিছু মানুষের আগে থেকেই টাইপ-২ ডায়াবেটিস ছিল এবং বাকিরা কোনওদিনই ডায়াবেটিসের শিকার হননি। গবেষকরা AI-কে কাজে লাগিয়ে একটি মডেল বানিয়েছেন, যা খুব সহজেই অ্যাপ হিসেবে মোবাইল ফোনে চালানো যাবে। সেই অ্যাপলিকেশনে প্রথমে বয়স, লিঙ্গ, উচ্চতা ও ওজনের মতো প্রাথমিক কিছু তথ্য দিতে হবে।

অ্যাপলিকেশনে সমস্ত দেওয়ার পর সমীক্ষায় অংশগ্রহণকারীদের দিনে ৬ বার করে টানা দু’সপ্তাহ একটি যেকোনো লেখা পড়ে রেকর্ড করতে বলা হয়েছিল। সমীক্ষার শেষে প্রায় ১৮ হাজার রেকর্ডিং থেকে ১৪টি বিশ্লেষণ করে নন-ডায়াবেটিক এবং টাইপ-২ ডায়াবেটিকের মধ্যে পার্থক্য লক্ষ্য করা গিয়েছে।

বিজ্ঞানীদের মতে, ডায়াবেটিস নির্ধারণের বিষয়ে পুরুষদের ক্ষেত্রে ৮৬ শতাংশ এবং মহিলাদের ক্ষেত্রে ৮৯ শতাংশ অ্যাকুরেসি দিতে পারে এই AI মডেল। ক্লিক গবেষণাগারের অন্যতম গবেষক জইসি কাফম্যান জানিয়েছেন, “এতদিন ডায়াবেটিস নির্ধারণের যে প্রক্রিয়া ছিল, তা যথেষ্ট সময় ও খরচসাপেক্ষ। ভয়েস টেকনোলজি নিয়ে আমাদের গবেষণা সেইসব বাধা অতিক্রম করার ক্ষমতা রাখে।”

-With IANS Inputs

Diabetes: আর রক্ত দিতে হবে না, এবার গলার স্বর শুনেই শরীরে ডায়াবেটিসের হদিস দেবে AI মডেল
UP: থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের দূষিত রক্ত দেবার অভিযোগ - সরকারি হাসপাতালের বিরুদ্ধে সরব খাড়গে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in