Filariasis: বর্ষার কারণে মশার উপদ্রব বাড়ায় গোদের প্রভাব বাড়ছে, কেন হয় এই রোগ? প্রতিকারের উপায় কী?

People's Reporter: কিউলেক্স মশার কামড়ে এই রোগ হয়। মশার লালার মাধ্যমে ফাইলেরিয়া রোগের পরজীবী মানুষের শরীরে ঢুকে রক্তে মিশে যায় এবং লসিকা গ্রন্থিগুলিকে সংক্রমিত করে।
গোদের প্রকোপ বাড়ছে দেশজুড়ে
গোদের প্রকোপ বাড়ছে দেশজুড়ে ছবি প্রতীকী - সংগৃহীত
Published on

বর্ষার কারণে দেশে বেড়েছে মশার উপদ্রব। ফলে দেশজুড়ে বাড়ছে ‘লিম্ফ্যাটিক ফাইলেরিয়া’ বা ‘এলিফ্যান্টাসিয়াসিস’ রোগের ঝুঁকি। বাংলায় যা গোদ নামে পরিচিত। মশার কামড়ে পরজীবী সংক্রমণ হলে এই রোগ হয়। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, দেশের ৩৪৫টি জেলায় এই রোগের প্রকোপ বেড়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, অসম, বিহার, মদ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশা, কর্নাটক, কেরল, পশ্চিমবঙ্গ ও গুজরাতের বিভিন্ন জেলায় এই রোগের প্রকোপ বেড়েছে। কেন্দ্রের পক্ষ থেকে আগামী চার বছরে এই রোগ দেশ থেকে দূরীকরণের লক্ষ্য নিলেও বাস্তবে এর প্রকোপ এখনও রয়ে গিয়েছে, বলা ভাল বাড়ছে।

কেন হয় ‘লিম্ফ্যাটিক ফাইলেরিয়া’?

স্বাস্থ্য কর্মীরা জানাচ্ছেন, ফাইলেরিয়া মশাবাহিত রোগ। কিউলেক্স মশার কামড়ে এই রোগ হয়। মশার লালার মাধ্যমে ফাইলেরিয়া রোগের পরজীবী মানুষের শরীরে ঢুকে রক্তে মিশে যায় এবং লসিকা গ্রন্থিগুলিকে সংক্রমিত করে। ফলে লসিকা গ্রন্থিগুলি ফুলে উঠতে শুরু করে।

এই রোগের ফলে দেহরসের সংবহনে বাধা তৈরি হয়। তখন হাত-পা ফুলে উঠতে থাকে। পায়ের কিছু গ্রন্থি ফুলে যায়। হাঁটাচলায় সমস্যা হয়। কিউলেক্স মশা কামড়ের কয়েক বছর পরেও এই রোগ দেখা দিতে পারে।

‘এশিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ’ জানাচ্ছে, গোদে আক্রান্ত রোগীরা শুধু শারীরিক কষ্টই পাননা, মানসিক, সামাজিক ও আর্থিক ভাবেও বিপর্যস্ত হয়ে পড়েন। রোগের লক্ষণ দেখা দেওয়ার পর থেকে যদি টানা পাঁচ থেকে সাত বছর ওষুধ খাওয়া যায়, তা হলে এই রোগ থেকে সুরক্ষিত থাকা সম্ভব।

যদিও এখনও দেশজুড়ে এই রোগ নিয়ে সচেতনার অভাব রয়ে গেছে। যেসমস্ত জায়গায় এই রোগের প্রাদুর্ভাব বেশি, সেখানে শিশুদের এই রোগে আক্রান্ত হতে দেখা যায়। কিন্তু সেই সময় বাবা-মায়েরা যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় ২০-২৫ বছর বয়সে রোগের প্রকোপ বাড়তে থাকে। তখন আর চিকিৎসার সুযোগ না থাকায়, আক্রান্তরা কর্মক্ষমতা হারিয়ে ফেলেন।

গোদের প্রকোপ বাড়ছে দেশজুড়ে
Mpox Virus: বিশ্ব জুড়ে মাঙ্কিপক্সের চোখ রাঙানি, আফ্রিকায় মৃত ৪৫০, জরুরি সতর্কতা জারি হু-এর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in