
ফের বার্ড ফ্লু আতঙ্ক। অন্ধ্রপ্রদেশ থেকে মহারাষ্ট্র একাধিক রাজ্যে ছড়াচ্ছে বার্ড ফ্লু। সংক্রমণ রুখতে আন্তঃরাজ্য সীমানায় চেকপোষ্ট বসালো দুই রাজ্যের মধ্যে থাকা তেলেঙ্গানা। রেড জোন থেকে ডিম আসছে পশ্চিমবঙ্গেও। ফলে উদ্বেগ ছড়াচ্ছে বাংলায়।
অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলাতে বার্ড ফ্লু-র জেরে মৃত্যু হয়েছে লক্ষাধিক মুরগির। ইতিমধ্যেই সে রাজ্যের বিস্তৃর্ণ এলাকায় প্রশাসনের তরফে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ। ডিম-মাংস সরবরাহ করা গাড়ির গতিবিধিতে রাশ টেনেছে টিডিপি সরকার।
অন্ধ্রপ্রদেশের বার্ড ফ্লু আতঙ্ক উদ্বেগ ছড়াচ্ছে পশ্চিমবঙ্গেও। রাজ্যের ডিমের সিংহভাগ আমদানি হয় অন্ধ্রপ্রদেশ থেকে। আমদানি করা ডিমের বেশিরভাগটাই আসে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী কৃষ্ণা জেলা ও পাশ্ববর্তী এলাকা থেকে। এর মধ্যে পূর্ব গোদাবরী জেলাতেই বার্ড ফ্লু সংক্রমণে মৃত্যু হয়েছে লক্ষাধিক মুরগির। আর সেখান থেকেই ডিমের ট্রাক ঢুকছে রাজ্যে। শুক্রবারও এসেছে ট্রাক।
রাজ্যের এগ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বক্তব্য, এই মুহুর্তে এই রাজ্যে দৈনিক ডিমের চাহিদা তিন থেকে সাড়ে তিন কোটি। যার সিংহভাগটাই আসে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলা থেকে। যার মধ্যে কোনওটা আসে পূর্ব গোদাবরী জেলা থেকে, কোনওটা আসে পশ্চিম গোদাবরী জেলা থেকে।
রাজ্য এগ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কাজল দত্ত সংবাদমাধ্যমে বলেন, “কিছুটা পরিমাণ কম আছে। কিন্তু বাজার সেভাবে ভালো না। মোটামুটি যা আসছে তা আমাদের চাহিদা অনুযায়ীই”।
তবে প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রীর আশ্বাস, এখনই আতঙ্কতিত হওয়ার কিছু নেই। স্বপন দেবনাথ জানিয়েছেন, “আমাদের প্রাণী সম্পদ বিকাশ দফতরের পক্ষ থেকে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনই এই মূহুর্তে এত আতঙ্কিত হওয়ার কারণ নেই। বেসরকারি মুরগির খামার, যেখানে মাংস-ডিম উৎপাদন হয়, সেখানে প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়ার সর্তকতার, তা সম্পূর্ণভাবে নেওয়া হয়েছে”।
যদিও চিকিৎসকরা সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। যারা ডিম-মুরগি নিয়ে আসেন তাঁদের পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, সংশ্লিষ্ট নজরদারি টিমকে এবিষয়ে সতর্ক করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন