Kerala: তৃতীয় ঢেউ কি শুধুই মিথ? স্কুল, বিশেষ করে প্রাইমারী স্কুল খোলার ভাবনায় কেরালা

করোনার তৃতীয় ওয়েভ প্রসঙ্গে তাঁর অভিমত – এই ধরণের আশঙ্কা অমূলক এবং কেউ কেউ এটা প্রচার করেছে। অনেকেই এর কারণ জানেন, কিন্তু যথাযথ নথিভুক্ত রেকর্ড ছাড়া, যারা এটি সম্পর্কে জানেন তারা তা প্রকাশ করছেন না।
পিনারাই বিজয়ন
পিনারাই বিজয়নফাইল ছবি সংগৃহীত
Published on

অবিলম্বে সমস্ত স্কুল, বিশেষ করে প্রাইমারী স্কুল খুলে দেওয়া উচিত। এমনটাই মত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞদের। বুধবার সন্ধ্যেয় কেরালায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল এই বৈঠকে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা। যারা ওই বৈঠকে স্কুল খোলার পক্ষে মত প্রকাশ করেছেন।

বৈঠকের পর সংবাদ সংস্থা আইএএনএসকে প্রখ্যাত ভাইরোলজিস্ট টি জ্যাকব জন জানিয়েছেন, সাধারণ মত হচ্ছে, এটাই প্রাইমারী স্কুল খুলে দেবার উপযুক্ত সময়। কারণ একজন ১৫ বছরের কিশোর এক বছর স্কুলে না যেতে পারলে সেটা এখন কোনো বড়ো সমস্যা নয়। কিন্তু যদি একজন শিশু তার শিক্ষা শুরু করার জন্য তৈরি হয়ে যায় সেক্ষেত্রে এই বাধা তার শিক্ষাজীবনের প্রথম ধাপে জ্ঞানলাভে বাধা হয়ে দাঁড়াতে পারে।

মর্যাদাপূর্ণ বি সি রায় পুরস্কার বিজেতা টি জ্যাকব জন আরও বলেন, বর্তমানে শিশু এবং বালকরা বাড়িতে আটকে রয়েছে এবং যখন তারা বাড়িতে থাকছে তখন মাস্ক পরছে না। কিন্তু যখন স্কুলে বা বাইরে যাচ্ছে সকলেই মাস্ক পরছে। প্রাইমারী স্কুলে তাই ঝুঁকি খুবই কম।

করোনার তৃতীয় ওয়েভ প্রসঙ্গে তাঁর অভিমত – এই ধরণের আশঙ্কা অমূলক এবং কেউ কেউ এটা প্রচার করেছে। অনেকেই এর কারণ জানেন, কিন্তু যথাযথ নথিভুক্ত রেকর্ড ছাড়া, যারা এটি সম্পর্কে জানেন তারা তা প্রকাশ করছেন না।

বৃহস্পতিবার কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবানকুট্টি জানিয়েছেন, রাজ্যে স্কুল খোলার পরিকল্পনা করা হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি বিশেষজ্ঞ আলোচনা করে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখবো এবং তারপর স্কুল খুলে দেবার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in