H3N2 ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু কর্ণাটকে, জানালো কেন্দ্র

H3N2 ও H1N1 ভাইরাসের লক্ষ্মণ কোভিড ভাইরাসের মত। জ্বর, কাশি, কফ, গলা ব্যথার সাথে তীব্র শ্বাসকষ্ট, বমি বমি ভাব, শরীরে ব্যথা, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা যায়। কর্ণাটক ও হরিয়ানায় দু'জনের মৃত্যু হয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স আকাশ
Published on

H3N2 ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে দুজনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আজ একথা জানানো হয়েছে। মৃতদের মধ্যে একজনের বাড়ি কর্ণাটকে এবং অন্যজনের হরিয়ানায়।

কর্ণাটকের হাসানের বাসিন্দা ৮২ বছরের হীরে গৌড়া দেশের প্রথম H3N2 ভাইরাসের বলি। এমনটাই মনে করছে সরকার। কর্মকর্তারা জানিয়েছেন, ২৪ ফেব্রুয়ারি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হীরে গৌড়া। ১ মার্চ মৃত্যু হয় তাঁর। তিনি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে জানা গেছে।

দ্বিতীয় মৃত্যুর ঘটনাটি ঘটেছে হরিয়ানায়।

দেশে মোট ৯০টি H3N2 ভাইরাসে সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। ৮টি H1N1 ভাইরাসে সংক্রমিতের সন্ধানও মিলেছে।

দেশে গত কয়েকমাস ধরে ফ্লু-তে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে বেশিরভাগই H3N2 ভাইরাসের সংক্রমণের কারণে হয়েছে, যা হংকং ফ্লু নামেও পরিচিত। এই ভাইরাস দেশের অন্যান্য ইনফ্লুয়েঞ্জা প্রকারের তুলনায় অনেক সক্রিয়। বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্তকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়।

H3N2 এবং H1N1 - উভয় ভাইরাসের লক্ষ্মণই কোভিড ভাইরাসের মতো। এক্ষেত্রেও জ্বর, কাশি, কফ, গলা ব্যথার সাথে তীব্র শ্বাসকষ্ট হয়। বমি বমি ভাব, শরীরে ব্যথা, ডায়রিয়ার মতো উপসর্গগুলিও দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাস দুটি অত্যন্ত সংক্রামক। নিয়মিত হাত ধোয়া ও মাস্ক পরার উপর জোর দিচ্ছেন তাঁরা। মহামারীর দুবছর পর এই ফ্লু আতঙ্কে নতুন করে উদ্বেগ বাড়ছে দেশবাসীর মধ্যে।

ছবি প্রতীকী
ভারতজুড়ে বাড়ছে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ, সতর্কতা জারি কেন্দ্রের
ছবি প্রতীকী
শেষ ১০ দিনে ৪০-র বেশি শিশুর মৃত্যু! সরকারের বিরুদ্ধে ক্ষোভ সন্তান হারা মা-বাবার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in