
বর্ষবরণের উৎসবের মরশুমে শহর কলকাতায় উদ্ধার ক্যানসার-সহ বিভিন্ন রোগে ব্যবহৃত জাল ওষুধ। কেন্দ্র-রাজ্যের যৌথ অভিযানে খাস কলকাতায় এই জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, তিনি রিজেন্ট পার্কের বাসিন্দা। উদ্ধার হওয়া ওই ওষুধের বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।
সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) –এর পূর্বাঞ্চলীয় শাখা এবং পশ্চিমবঙ্গের ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেট –এর তরফে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কলকাতার রিজেন্ট পার্কে অভিযান চালানো হয়। তাতেই উদ্ধার করা হয়েছে ক্যানসার, ডায়বেটিস-সহ বহু রোগের ওষুধ। যে ওষুধের আনুমানিক বাজারমূল্য ৬.৬ কোটি টাকা।
জানা যাচ্ছে, ওই সব ওষুধ গুলো বাংলাদেশ, আমেরিকা, তুরস্ক এবং আয়ারল্যান্ডের তৈরি। তবে ভারতে আমদানির জন্য যেসব নথি প্রয়োজন, তা দেখাতে পারেনি ওই সংস্থা। কারা এত বড় চক্র চালাচ্ছে, তার সন্ধান করতে গিয়েই মেলে ওই মহিলার খোঁজ। তাঁর নেতৃত্বেই এই কাল ওষুধের পাইকারি ব্যবসা চলত বলে খবর। ওই মহিলাকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তাঁকে জেরা করে ওই চক্রের খোঁজ চলছে।
এদিন যে সমস্ত ওষুধ গুলো উদ্ধার করা হয়েছে, সেগুলির গুণগত মান পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবে। এছাড়া, এদিনের অভিযানে উদ্ধার হয়েছে কয়েকটি ফাঁকা ওষুধের প্যাকেটও। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, দেশ জুড়ে এই অভিযান চলবে জনস্বাস্থ্যের দিকে নজর রেখে। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে মন্ত্রকের তরফে। এছাড়া বাজারে ওষুধের গুণগত মান পরীক্ষাতেও নজর দেওয়া হয়েছে। যাতে নিম্নমানের কোনও ওষুধ বিক্রি না হয়, সেদিকে নজর রাখার জন্য এই অপারেশন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন