Obesity: 'খুবই আনন্দিত' - মোদীর ডাকে ওবেসিটির বিরুদ্ধে প্রচারাভিযানে সামিল ওমর আবদুল্লাহ

People's Reporter: রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে ওবেসিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশের প্রধানমন্ত্রী। সোমবার সকালে ওবেসিটির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ১০ জনের নাম উল্লেখ করেন তিনি।
ওমর আবদুল্লাহ
ওমর আবদুল্লাহছবি - সংগৃহীত
Published on

দেশে বাড়ছে স্থুলতা বা ওবেসিটি। যা নিয়ে রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে ওবেসিটির বিরুদ্ধে সচেতনতা প্রচার করার জন্য ১০ জনের নাম ঘোষণা করেন তিনি। যার মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ওবেসিটির বিরুদ্ধে অভিযানে যোগ দিয়ে আনন্দ প্রকাশ করেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে আনন্দ প্রকাশ করে ওমর আবদুল্লাহ লেখেন, “প্রধানমন্ত্রীর দ্বারা শুরু হওয়া ওবেসিটির বিরুদ্ধে লড়াই অভিযানে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। ওবেসিটির কারণে হৃদরোগ, টাইপ ২ ডায়াবেটিস, স্ট্রোক, শ্বাসকষ্টের মতো রোগ দেখা দিতে পারে। হতে পারে মানসিক বিষন্নতাও। আমি আরও ১০ জনকে মনোনীত করছি প্রধানমন্ত্রীর এই প্রচারে যোগ দেওয়ার জন্য। আমি সবাইকে ওবেসিটির বিরুদ্ধে লড়াইয়ের জন্য অনুরোধ জানাচ্ছি”।

ওমর আবদুল্লাহ ব্যক্তিগত জীবনে খুবই স্বাস্থ্য সচেতন। গত বছর শ্রীনগরে আয়োজিত একটি দৌড়ে অংশগ্রহণ করেছিলেন তিনি। ৫৬ বছর বয়সী এই রাজনীতিক নিয়মিত ব্যায়াম করেন, সাইকেল চালান, ট্রেকিং করেন।

ওবেসিটির বিরুদ্ধে মোদীর এই অভিযান প্রচারাভিযানে ওমর আবদুল্লাহ যে ১০ জনের নাম মনোনীত করেছেন, তাঁরা হলেন – জিন্দল গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দল, অভিনেত্রী দীপিকা পাডুকোন, ব্যাডমিন্টন খেলোয়াড় সানিয়া মির্জা, ক্রিকেটার ইরফান পাঠান, সাংসদ সুপ্রিয়া সুলে, শীতল আর্চার, কিরণ মজুমদার শ্ব, কুলদীপ হান্ডু, ইকরা রাসুল, পালক কৌর বিজরাল। এভাবেই ওবেসিটি নিয়ে বার্তা জনসাধারণের মধ্যে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে ওবেসিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, খাবারে কম তেল ব্যবহার এবং ওবেসিটির বিরুদ্ধে লড়াই শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, পরিবারের প্রতি এটা আমাদের দায়িত্বও। ওবেসিটির ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যার মতো রোগ দেখা দিতে পারে। খাদ্যাভাসে পরিবর্তন এনে এই সমস্ত রোগের বিরুদ্ধে লড়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

সোমবার সকালে ওবেসিটির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ১০ জনের নাম উল্লেখ করেন মোদী। ওমর আবদুল্লাহ ছাড়াও এই তালিকায় রয়েছেন – শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা, অলিম্পিক পদকজয়ী শুটার মনু ভাকের, অলিম্পিক পদকজয়ী ভারত্তোলনকারী মীরাবাই চানু, সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, অভিনেতা মাধবন, মোহনলাল, সমাজকর্মী সুধা মুর্তি, নিরাহুয়া হিন্দুস্তানি এবং নন্দন নীলেকানি। মোদী সকলকে অনুরোধ করেছেন আরও ১০ জনের নাম মনোনীত করতে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in