অপরিণত শিশু জন্মের তালিকায় শীর্ষে ভারত: Lancet রিপোর্ট

People's Reporter: গোটা বিশ্বে ২০২০ সালে মোট ১৩.৪ মিলিয়ন অপরিণত শিশু জন্মগ্রহণ করেছে। যার অর্থ, প্রতি ১০ জন শিশুর মধ্যে ১ জনের জন্ম অপরিণত অবস্থায় হয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

২০২০ সালে বিশ্ব জুড়ে অপরিণত শিশু জন্মের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ভারত। ভারতে ২০২০ সালে মোট ৩.০২ মিলিয়ন শিশু গর্ভধারণের ৩৭ সপ্তাহ পূরণ হওয়ার আগেই জন্মগ্রহণ করেছে, যা গোটা বিশ্বে অপরিণত শিশু জন্মের প্রায় ২০ শতাংশ। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্যই প্রকাশ পেল বিশ্বব্যাপী বহুল প্রচারিত চিকিৎসা বিষয়ক পত্রিকা Lancet-এ।

রিপোর্টে আরও জানানো হয়েছে, বিশ্বের মধ্যে মোট অপরিণত শিশু জন্মের প্রায় ৫০ শতাংশই হয়েছে মাত্র আটটি দেশে। যে তালিকায় ভারতের পরেই রয়েছে পাকিস্তান। তারপর রয়েছে নাইজেরিয়া, চিন, ইথিওপিয়া, বাংলাদেশ, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো (DRC) এবং আমেরিকা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization বা WHO), ইউনাইটেড নেশনস চিলড্রেনস ফান্ড (UNICEF) এবং লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন সম্প্রতি বিশ্ব জুড়ে অপরিণত শিশু (গর্ভধারণের ৩৭ সপ্তাহ পূরণের আগেই) জন্ম নিয়ে একটি সমীক্ষা করেছে, যেখানে ২০২০ সালের তথ্য সংগ্রহ করা হয়েছে। Lancet পত্রিকায় প্রকাশিত ওই রিপোর্টেই বলা হয়েছে, গোটা বিশ্বব্যাপী যে সংখ্যক অপরিণত শিশু জন্মগ্রহণ করেছে তার ২০ শতাংশই জন্মেছে ভারতে। গোটা বিশ্বে ২০২০ সালে মোট ১৩.৪ মিলিয়ন অপরিণত শিশু জন্মগ্রহণ করেছে। যার অর্থ, প্রতি ১০ জন শিশুর মধ্যে ১ জনের জন্ম অপরিণত অবস্থায় হয়েছে।

রিপোর্ট আরও জানিয়েছে, বেশিরভাগ অপরিণত শিশুর জন্ম হয়েছে নিম্ন-আয় এবং মধ্যম-আয়ের দেশ ও অঞ্চলগুলিতে। যদিও গ্রিস (১১শতাংশ) এবং আমেরিকার (১০ শতাংশ) মতো উচ্চ-আয়ের দেশগুলিতেও অপরিণত শিশু জন্মের হার ১০ শতাংশের বেশি। রিপোর্ট আরও বলছে, বিশ্বের কোনও দেশ বা অঞ্চলই অপরিণত শিশু জন্মের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারেনি। ২০১০ সালের তুলনায় ২০২০ সালে বিশ্বে অপরিণত শিশু জন্ম হ্রাসের হার মাত্র ০.১৪ শতাংশ। এই নিয়ে WHO-এর মাতৃত্ব, নবজাতক, শিশু এবং কিশোরী স্বাস্থ্য ও বার্ধক্য বিভাগের ডিরেক্টর ডঃ অনশু ব্যানার্জি জানিয়েছেন, “অপরিণত শিশুরা বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও জটিল স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়। এদের স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন ও মনোযোগ প্রয়োজন হয়।”

প্রতীকী ছবি
Global Hunger Index 23: বিশ্ব ক্ষুধা সূচকে ৪ ধাপ নেমে ভারত ১১১তম, ‘ত্রুটিপূর্ণ হিসেব’ দাবি দিল্লির
প্রতীকী ছবি
Dengue: শেষ ৭ দিনে ডেঙ্গু আক্রান্ত ১০ হাজার, রাজ্যে মোট সংক্রমণ ৫৫ হাজারের বেশি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in