নিয়মিত প্রোটিন শেক খান? সাবধান, বিপদে পড়তে পারেন আপনিও!

প্রোটিন পাউডার কেউ নিজের ইচ্ছায় খান আবার কেউ জিম সেন্টারের প্রশিক্ষকের পরামর্শেও খান। চিকিৎসকরা জানাচ্ছেন অতিরিক্ত প্রোটিন নেওয়াও শরীরের পক্ষে ভালো নয়।
নিয়মিত প্রোটিন শেক খান? সাবধান, বিপদে পড়তে পারেন আপনিও!
ছবি - প্রতীকী

নিয়মিত প্রোটিন শেক খাওয়া আপনার জীবনে ঝুঁকির অন্যতম কারণ হতে পারে। মৃত্যু পর্যন্তও হতে পারে। একাধিক গবেষণার পর এমনটাই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।

ইদানিং যুবকদের মধ্যে প্রোটিন পাউডার খাওয়ার প্রবণতা বেড়েছে। তার অন্যতম কারণ হচ্ছে সুঠাম একটি শরীরের আশায়। অনেকেই জিমে যান। প্রোটিন পাউডার কেউ নিজের ইচ্ছায় খান আবার কেউ জিম সেন্টারের প্রশিক্ষকের পরামর্শেও খান। চিকিৎসকরা জানাচ্ছেন অতিরিক্ত প্রোটিন নেওয়াও শরীরের পক্ষে ভালো নয়।

ঠিক একই ধরণের ঘটনা ঘটেছিল ২০২০ সালে। লন্ডনে বসবাসকারী ১৬ বছরের কিশোর রোহন গোধানিয়া অপুষ্টিতে ভুগছিল। তার পরিবারের সদস্যরা ভেবেছিল প্রোটিন জাতীয় কিছু খাবার খাওয়ালে শরীর ঠিক হয়ে যাবে। রোহনের বাবা পুষ্পা ছেলেকে প্রোটিন পাউডার এনে খাওয়াতে শুরু করলেন। কিন্তু রোহনের শরীর পরে আরও খারাপ হতে থাকে।

রোহনের বাবা জানিয়েছিলেন, রোহন বেশ রোগা ছিল। ভেবেছিলাম প্রোটিন শেক খাওয়ানোর পর সে লম্বাও হবে এবং সুঠাম শরীরের অধিকারী হবে। কিন্তু এমনটা হবে জানা ছিল না।

১৫ আগস্ট তার মস্তিষ্কে রক্তক্ষরণ হতে থাকে। দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। মাত্র ১৬ বছর বয়সেই মৃত্যু হয় রোহনের। পরে জানা যায়, অতিরিক্ত প্রোটিন শেক খাওয়ার ফলে 'অর্নিথাইন ট্রান্সকার্বোমাইলেস’ (OTC) রোগে আক্রান্ত হয়। ধীরে ধীরে রোহনের রক্তে অ্যামোনিয়ার ভাঙন শুরু হয়। তবে ময়নাতদন্তে মৃত্যুর কারণ হিসেবে ওটিসি রোগ দেখানো হয়নি বা চিহ্নিত করা হয়নি।

নিয়মিত প্রোটিন শেক খান? সাবধান, বিপদে পড়তে পারেন আপনিও!
Insomnia: রাতে ঘুম হয় না? স্ট্রোকের প্রবণতা বাড়িয়ে দেয় অনিদ্রা, বলছে রিপোর্ট

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in