

পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ছাড়ালো। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে একথা জানা গেছে। সোমবার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে রাজ্যে বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৮,১৮১।
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সরকারি ভাবে জানানো হলেও এখনও পর্যন্ত ডেঙ্গুতে কতজনের মৃত্যু হয়েছে সেই সংক্রান্ত কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। যদিও রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসছে।
এক সরকারি আধিকারিক জানিয়েছেন, সবথেকে উদ্বেগজনক বিষয় হল উত্তর বঙ্গের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে মালদার বিভিন্ন অঞ্চলে দ্রুত ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গু।
ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাকে ডেঙ্গুর ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ওইসব অঞ্চলে বিশেষ নজরদারি শুরু করা হয়েছে।
ডেঙ্গুর ভয়াবহতাকে গুরুত্ব দিয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এখন থেকে প্রতিদিন কলকাতার সমস্ত স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকবে। আগামী দু’মাস কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। আসন্ন দুর্গাপুজা এবং কালীপুজাতেও কর্মীরা কোনও ছুটি নিতে পারবেন না বলে নির্দেশ পাঠানো হয়েছে।
কলকাতার ডেপুটি মেয়র এবং স্বাস্থ্য বিভাগের মেয়র ইন কাউন্সিল অতীন ঘোষ এই প্রসঙ্গে জানিয়েছেন, কলকাতা পুরসভার পক্ষে এককভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। যতক্ষণ না সাধারণ মানুষ ডেঙ্গু নিয়ন্ত্রণে সদর্থক ভূমিকা নেবেন ততক্ষণ ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরবাসীকে নিজেদের বাড়িঘর এবং সংলগ্ন এলাকা পরিষ্কার রাখতেও অনুরোধ জানিয়েছেন অতীন ঘোষ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন