তৃতীয় টিকা এল ভারতের হাতে, জরুরি ভিত্তিতে স্পুটনিক ভি-র ব্যবহারে ছাড়পত্র DCGI-এর

ভারতে বছরে এই টিকার ৮৫০ মিলিয়ন ডোজ উৎপাদন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে দেশের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এপ্রিল মাসের শেষেই সীমিত ডোজ পাওয়া যাবে বলে জানা গেছে।
তৃতীয় টিকা এল ভারতের হাতে, জরুরি ভিত্তিতে স্পুটনিক ভি-র ব্যবহারে ছাড়পত্র DCGI-এর

এবার থেকে জরুরী ভিত্তিতে ব‍্যবহার করা যাবে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ভি। আজ সকালেই এই বিষয়ে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিজিআই। কোভিশিল্ড এবং কোভ‍্যাকসিনের পর তৃতীয় টিকা হিসেবে স্পুটনিক ভি দেওয়া হবে ভারতীয়দের।

স্পুটনিক ভি-কে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়া যায় কিনা তা নিয়ে সোমবার বৈঠকে বসেছিল সেন্ট্রাল ড্রাগস স্ট‍্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন-এর সাবজেক্ট এক্সপার্ট কমিটি। বৈঠকে এই রুশ টিকার ব‍্যবহারে গ্রীন সিগন্যাল দিয়েছিল কমিটি। এরপর প্রয়োজন ছিল ডিসিজিআই-এর অনুমতির। ২৪ ঘন্টার মধ্যে সেটাও পাওয়া গেল।

ভারতে এই টিকা তৈরি করবে ডঃ রেড্ডিজ। তাদের দাবি এই টিকার কার্যকারিতা ৯১.৬ শতাংশ। কার্যকারিতার দিক থেকে যা মর্ডানা ও ফাইজারের পরেই রয়েছে। ভারতে ইতিমধ্যেই এই টিকার তৃতীয় ট্রায়াল চলছে এবং গত ফেব্রুয়ারি মাসে এই টিকাকে জরুরি ভিত্তিতে ব‍্যবহারের অনুমতি দেওয়ার জন্য আবেদন জানিয়েছিল ডঃ রেড্ডিজ।

ভারতে বছরে এই টিকার ৮৫০ মিলিয়ন ডোজ উৎপাদন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে দেশের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এপ্রিল মাসের শেষেই সীমিত ডোজ পাওয়া যাবে বলে জানা গেছে।

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ভারতে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,৬১,৭৩৬ জন। মৃত্যু হয়েছে ৮৭৯ জনের। দেশে মোট আক্রান্ত ১ কোটি ৩৬ লক্ষ ৮৯ হাজার ৪৫৩।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in