COVID-19: কলকাতায় হাজারের নিচে নামলো দৈনিক আক্রান্তের সংখ্যা, রাজ্যে একদিনে মৃত ১০৮

এই মুহূর্তে রাজ‍্যে অ‍্যাক্টিভ কেসের সংখ্যা ৬১ হাজার ৭৮০, যা বুধবারের থেকে ৮ হাজার ২৩৫ কম। এখনও পর্যন্ত মোট ১৩ লক্ষ ২৫ হাজার ৮৩৪ জন সংক্রমিত ব‍্যক্তিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।
COVID-19: কলকাতায় হাজারের নিচে নামলো দৈনিক আক্রান্তের সংখ্যা, রাজ্যে একদিনে মৃত ১০৮
ফাইল ছবি

১৪ লক্ষ ছাড়িয়ে গেল রাজ‍্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা। গতকালের তুলনায় সামান্য কমেছে দৈনিক সংক্রমণ। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে অনেকটাই। এই নিয়ে রাজ‍্যে মোট মৃত্যুর সংখ্যা প্রায় ১৬ হাজার। কলকাতায় হাজারের নিচে নেমে গেছে আক্রান্তের সংখ্যা।

বৃহস্পতিবার রাজ‍্যের স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় রাজ‍্যে নতুন করে সংক্রমিত হয়েছেন আরো ৮ হাজার ৮১১ জন। গতকাল সংক্রমিত হয়েছিলেন ৮ হাজার ৯২৩ জন। এই নিয়ে রাজ‍্যে মোট আক্রান্ত ১৪ লক্ষ ৩ হাজার ৫৩৫।

দৈনিক সংক্রমণের বিচারে জেলাগুলোর মধ‍্যে প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। ২৪ ঘন্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ১,৮৪২ জন। কলকাতায় ২৪ ঘন্টায় ৯৭৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে। তৃতীয় স্থানে রয়েছে হাওড়া, সেখানে একদিনে সংক্রমিতের সংখ্যা ৬৫৬। এছাড়াও শেষ ২৪ ঘন্টায় বিভিন্ন রাজ‍্যে নতুন আক্রান্তের সংখ্যা - হুগলি (৫৭১), দক্ষিণ ২৪ পরগণা (৫৯০), নদীয়া (৫২৬), পূর্ব মেদিনীপুর (৪৩৫), পশ্চিম মেদিনীপুর (৪০৩), দার্জিলিং (৫৪১), জলপাইগুড়ি (৫১০)।

এই মুহূর্তে রাজ‍্যে অ‍্যাক্টিভ কেসের সংখ্যা ৬১ হাজার ৭৮০, যা বুধবারের থেকে ৮ হাজার ২৩৫ কম। এখনও পর্যন্ত মোট ১৩ লক্ষ ২৫ হাজার ৮৩৪ জন সংক্রমিত ব‍্যক্তিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ১৬ হাজার ৯৩৮ জনকে ছুটি দেওয়া হয়েছে। গতকাল সুস্থ হয়েছিলেন ১৭ হাজার ৩৮৬ জন।

বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় রাজ‍্যে ১০৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, গতকাল এই সংখ্যাটা ছিল ১৩৫। এই নিয়ে রাজ‍্যে করোনা ভাইরাসের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ৯২১। এর মধ্যে কলকাতাতেই মৃত‍্যু হয়েছে মোট ৪,৫৫৩(+২৬) জন করোনা আক্রান্তের। উত্তর ২৪ পরগণাতে এখনও পর্যন্ত ৪,০২৭(+৩০) জন কোভিডে প্রাণ হারিয়েছেন। শেষ ২৪ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগণা ও হাওড়াতে যথাক্রমে ৮ এবং ৪ জনের মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গে টেস্টের সংখ‍্যা যথেষ্ট কম। এখনও পর্যন্ত মোট ১,২৬,৪৫,৭৪৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ‍্যে। এর মধ্যে শেষ ২৪ ঘন্টায় ৭৪,৫৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল এই সংখ্যাটা ছিল ৭৫,১৬১টি। রাজ‍্যে সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১১.১০ শতাংশে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in