

শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে প্রায় ১,৮০০ জনের। এর মধ্যে কেরলেই মৃত্যু হয়েছে হাজার জনের বেশি। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ লক্ষ ছুঁই ছুঁই। তবে দৈনিক সংক্রমণের সংখ্যা সামান্য কমেছে। পজিটিভিটি রেট কমে ১০ শতাংশের নীচে নেমেছে।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১,৬১,৩৮৬ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন ১.৬৭ লাখ জন। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ৮৮৫।
২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ১,৭৩৩ জন করোনা রোগী। গতকাল এই সংখ্যা ছিল ১,১৯২। এই নিয়ে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯৭ হাজার ৯৭৫।
২৪ ঘণ্টায় কেরলে মৃত্যু হয়েছে ১,২০৫ জনের। করোনায় মৃত্যুর পরিসংখ্যান খতিয়ে দেখার পর মৃতের তালিকায় অতিরিক্ত ৬৩৮ জন যুক্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৯৪, কর্ণাটকে ৫৮, পঞ্জাবে ৩৯, গুজরাটে ৩৮, তামিলনাড়ুতে ৩৫, পশ্চিমবঙ্গে ৩৩, পাঞ্জাবে ৩৬ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়।
দৈনিক সংক্রমণের দিক থেকেও শীর্ষে রয়েছে কেরল। ২৪ ঘন্টায় কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ৫১,৮৮৭ জন। এরপর রয়েছে তামিলনাড়ু (১৬,০৯৬), মহারাষ্ট্র (১৪,৩৭২), কর্ণাটক (১৪,৩৬৬)।
দেশে এখন মোট সক্রিয় কেস ১৬ লক্ষ ২১ হাজার ৬০৩, যা গতকালের চেয়ে ১.২১ লাখ কম। একদিনে সুস্থ হয়েছেন ২,৮১,১০৯ জন রোগী।
দেশে এখনও পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও প্রিকশনারি ডোজ মিলিয়ে মোট টিকাকরণ হয়েছে ১৬৭ কোটি ২৯ লক্ষ ৪২ হাজার ৭০৭ জনের। শেষ ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে ৫৭ লক্ষ ৪২ হাজার ৬৫৯ জনের।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন